নিউইয়র্কের হাসপাতালে বন্দুক হামলা, হতাহত ৭

নিউইয়র্কের একটি ব্যস্ত হাসপাতালে বন্দুকধারীর হামলায় শুক্রবার বিকেলে এক নারী চিকিৎসক নিহত ও অপর ছয়জন আহত হয়েছেন। পরে হামলাকারী আত্মহত্যা করেছে।দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন। মেয়র বিল ডি ব্লাসিও ও পুলিশ প্রধান জেমস ও’নীল জানিয়েছেন, হামলাকারী নিজেও একজন চিকিৎসক এবং হাসপাতালের সাবেক কর্মী। তারা এই ঘটনার সাথে সন্ত্রাসবাদের সম্পৃক্ততা নাচক করে দিয়েছেন। কর্মকর্তারা জানান, হামলাকারী সাদা রঙের কোট পরে হাসপাতালে প্রবেশ করে। সে তার স্বয়ংক্রিয় অস্ত্রটি শার্টের নিচে লুকিয়ে রেখেছিল। স্থানীয় সময় বিকেল ৩টার কিছু আগে এক হাজার শয্যা বিশিষ্ট ব্রোনক্স-লেবানন হাসপাতালে এ হামলা চালানো হয়। এ সময় অনেক রোগী চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ নিচ্ছিলেন। হামলার পরপরই পুলিশ হাসপাতালের চারপাশ ঘিরে ফেলে। এ সময়ে বেশ কয়েকজন কর্মকর্তা হাসপাতালের ছাদে অবস্থান নেয়। তারা প্রতিটি ভবনের তলায় গিয়ে হামলাকারীর সন্ধানে তল্লাশি চালায়। হামলাকারীকে ভবনটির ১৮ তলায় মৃত অবস্থায় পাওয়া যায়। সর্বশেষ এই হামলাটি যুক্তরাষ্ট্রে দীর্ঘ দিন ধরে চলতে থাকা বন্দুক নিয়ন্ত্রণ আইনের বিতর্ককে আবার উস্কে দিতে পারে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বন্দুক হামলার ঘটনা ঘটে।

No comments

Powered by Blogger.