চ্যানেল মুখে ফেরি আটকা, লৌহজং-কাঁঠালবাড়িতে পারাপার ব্যাহত

নাব্যতা সংকট ও তীব্র ঘূর্ণি স্রোতের কারণে পদ্মার লৌহজং টার্নিং পয়েন্টে দু'টি ফেরি আটকে পড়ায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে পারাপার ব্যাহত হচ্ছে। সোমবার সকাল সাড়ে ৮টা থেকে লৌহজং টার্নিং পয়েন্টের মুখে ডুবোচরে ফেরি আটকে গেলে পারাপার ব্যাহত হয়। তবে ওয়ান ওয়েতে এই চ্যানেল দিয়ে ফেরি ও লঞ্চ চলাচল করছে বলে যুগান্তরকে জানান বিআইডব্লিউটিএ'র সহকারী ম্যানেজার (বাণিজ্যিক) শাহনেওয়াজ। তিনি বলেন, সোমবার সকাল ৮টার দিকে লৌহজংয়ের শিমুলিয়া ঘাট থেকে কয়েকটি পরিবহন ও যাএী নিয়ে রোরো ফেরি বীরশ্রেষ্ট রুহুল আমিন ও ক্যামেলিয়া কাঁঠালবাড়ীর উদ্দেশ্যে রওনা হয়।  এর আধা ঘণ্টা পরই ওই ফেরি দুটি চ্যানেলে আটকা পড়ে। নাব্যতা সংকট ও তীব্র ঘূর্ণি স্রোতের কারণে নদীর তলদেশে চোরাবালু সূষ্টি হয়েছে। এতে  লৌহজং টার্নিং চ্যানেল অনেকটা সরু হয়ে ফেরি দুটি আটকে যায়। তবে সকাল সাড়ে ৯টায় কে-টাইপ ফেরি ক্যামেলিয়াকে উদ্ধার করা হলেও ফেরি বীরশ্রেষ্ট রুহুল আমিন এখনো আটকা রয়েছে চ্যানেলের মুখে।  এতে এই নৌরুটে ফেরিসহ অন্য নৌযান চলাচল ব্যাহত হচ্ছে এবং শিমুলিয়া ঘাটে যানবাহনের প্রচণ্ড চাপ পড়েছে বলে জানান ওই কর্মকর্তা।

No comments

Powered by Blogger.