'উ.কোরিয়ার ওপর চাপ প্রয়োগ চীনের কূটনৈতিক দায়িত্ব'

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন উত্তর কোরিয়াকে তার পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরতে বাধ্য করার জন্যে দেশটির ওপর জোরদার কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগে চীনের কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দফতরে চীনা কর্মকর্তাদের সাথে টিলারসন ও পেন্টাগণ প্রধান জিম ম্যাটিসের সাক্ষাতের পর বুধবার তিনি এ আহবান জানালেন। সেখানে ম্যাটিস বলেন, তিনি প্রতিরক্ষা সম্পর্কোন্নয়নের সুযোগ দেখছেন। উত্তর কোরিয়ার প্রধান মিত্র দেশ হিসেবে পিয়ংইয়ংয়ের ওপর চীনের অনেক প্রভাব রয়েছে। ফলে উত্তর কোরীয় সঙ্কট নিরসনের চেষ্টা চালানোর ক্ষেত্রে পিয়ংইয়ংয়ের ওপর বেইজিংয়ের জোরদার প্রভাব খাটানো উচিত।
আর এক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। উত্তর কোরীয় নেতা কিম জং-উনের সরকারকে দ্রুত দূর্বল করে ফেলার ব্যাপারে ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে পরামর্শ দেয়ার পরের দিন টিলারসন এ বক্তব্য দেন। যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রে উত্তর কোরিয়াকে ‘বড় হুমকি’ উল্লেখ করে টিলারসন বলেন, কোরীয় অঞ্চলে আরো উত্তেজনা ছড়িয়ে পড়া রোধে পিয়ংইয়ংয়ের ওপর আরো চাপ প্রয়োগ চীনের কূটনৈতিক দায়িত্ব।

No comments

Powered by Blogger.