মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের বিজয়

মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ বিপুল বিজয় পেয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ কার্যকরী কমিটির ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদে বিজয়ী হয়েছে আর আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ৬টি পদে বিজয়ী হয়েছে। সহ-সভাপতি পদে দুই প্যানেলের দুই প্রার্থীকে যুগ্মভাবে বিজয়ী করা হয়েছে। গতকাল বুধবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার সংখ্যা ৩২৫টি। ভোট দিয়েছেন ৩১৮ জন। সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের এডভোকেট মোঃ জাকারিয়া মোল্লা ৭০ ভোটের বিশাল ব্যবধানে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রার্থী এডভোকেট মোহাম্মদ আলীকে পরাজিত করে। এডভোকেট জাকারিয়া মোল্লা ১৯৩ ভোট পেয়েছেন। অপরদিকে এডভোকেট মোহাম্মদ আলী পেয়েছেন ১২৩ ভোট । সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী এডভোকেট মোঃ সালাহ্উদ্দিন ঢালী ৯ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী এডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম পল্টুকে পরাজিত করেন। এডভোকেট মোহাম্মদ সালাহ্উদ্দিন ঢালীর প্রাপ্ত ভোট ১৬২। অন্যদিকে, এডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম পল্টু পান ১৫৩ ভোট। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের অন্যান্য বিজয়ী প্রার্থীরা হলেন সহ-সভাপতি এডভোকেট মোঃ রেজাউর রাজ্জাক প্যারট, সহ-সভাপতি এডভোকেট মোঃ পারভেজ আলম, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট রেক্সনা আক্তার লাকী, কোষাধ্যক্ষ এডভোকেট মোঃ সুমন মিয়া সরদার, ক্রীড়া ও নাট্য সম্পাদক এডভোকেট মোঃ হোসেন রানা, কার্যকরী সদস্য পদে- এডভোকেট মোঃ ইকবাল হোসেন, এডভোকেট শ.ম ইয়াজুর রহমান মনা। অপরদিকে, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিজয়ী প্রার্থীরা হলেন- সহ-সভাপতি এডভোকেট মোঃ আতিকুর রহমান, লাইব্রেরী সম্পাদক এডভোকেট সিরাজুল হক লিটন, দপ্তর সম্পাদক এডভোকেট ফরাজী সামছুজ্জামান মানিক, ধর্ম বিষয়ক ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এডভোকেট নাহিদ উজ্জ্বল। কার্যকরী সদস্য পদে-এডভোকেট কামরুজ্জামান মুকুল, এডভোকেট মাহাবুবা মান্নান সুমী, এডভোকেট চৌধুরী আব্দুল্লাহ্ আল-মামুন । উল্লেখ্য, সহ-সভাপতি দুই প্রার্থী এডভোকেট মোঃ পারভেজ আলম ও এডভোকেট মোঃ আতিকুর রহমান সমান সংখ্যক ভোট পাওয়ায় তাদের যুগ্মভাবে বিজয়ী ঘোষনা করা হয়েছে।

No comments

Powered by Blogger.