ভারতীয় বাসের ধাক্কায় নিহত ১, বেনাপোল পরিচালকসহ আহত ২

ভারতগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বেনাপোল স্থলবন্দর পরিচালকের জিপের সংঘর্ষে চালক নিহত ও বন্দর উপ-পরিচালকসহ ২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক জাহিদুর (৪২) গোপালগঞ্জ জেলার মোতালেবের ছেলে। আহতরা হলেন- বন্দরের উপ-পরিচালক আমিনুল ইসলাম ও আনসার সদস্য সাইদুর রহমান। এদিকে এ ঘটনায় ভারতীয় বাসচালক বিশ্বজিৎকে আটক করা হয়েছে। তিনি কোলকাতার রঞ্জিত চক্রবর্তীর ছেলে। নাভারন হাইওয়ে পুলিশের এসআই আফজাল হোসেন জানান, বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক আমিনুল ইসলাম ও আনসার সদস্য সাইদুর রহমান সরকারি কাজে বন্দরের জিপ (ঢাকা মেট্রো-খ-১৪-৪৯১৬) নিয়ে যশোর যাচ্ছিলেন। শ্যামলাগাছি নামক স্থানে পৌঁছালে এ সময় ভারতগামী আগরতলা-কলকাতার মধ্যে চলাচলকারী সৌহার্দ্য পরিবহনের (ডব্লিউ বি-১১-১২৯৯) যাত্রীবাহী বাসটি জিপটিকে সামনাসামনি ধাক্কা দেয়। এতে জিপটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বন্দর জিপের চালক জাহিদুর রহমান মারা যায়। আহত হয় বন্দরের উপ-পরিচালকসহ দুইজন। খবর পেয়ে থানা পুলিশ ও নাভারন হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে নাভারন হাসপাতালে ভর্তি করেন। পরে তাদের যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাদের আঘাত গুরুতর নয় বলে চিকিৎসক জানিয়েছেন। ভারতীয় বাসের চালক বিশ্বজিৎ ও ঘাতক বাসটি বেনাপোল থেকে আটক করে নাভারণ হাইওয়ে পুলিশ নিয়ে গেছে। শার্শা থানার ওসি মনিরুজ্জামান জানান, ঘাতক চালক বিশ্বজিৎকে আটক করা হয়েছে। তাকে শার্শা থানায় নিয়ে আসা হয়েছে।

No comments

Powered by Blogger.