সিরিয়ায় আবারো অস্ট্রেলিয়ার বিমান হামলা শুরু

সিরিয়ার আকাশে অস্ট্রেলিয়া পুনরায় বিমান অভিযান শুরু করেছে। এর আগে দেশটি বৃহস্পতিবার বিমান অভিযানের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে। মার্কিন সামরিক বাহিনী সিরিয়ার একটি যুদ্ধ বিমান ভূপাতিত করার পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং অস্ট্রেলিয়া এ স্থগিতাদেশ জারি করে। এছাড়া সিরিয়ার আকাশে সঙ্ঘাত এড়ানোর লক্ষ্যে মস্কো ওয়াশিংটনের সাথে সরাসরি সামরিক যোগাযোগও স্থগিত করে। এদিকে শীর্ষ এক মার্কিন জেনারেল বলেছেন, ২০১৫ সালে স্থাপিত সরাসরি সামরিক যোগাযোগ পুন:প্রতিষ্ঠায় তার দেশ কাজ করে যাবে। যদিও রাশিয়া বলেছে, যুক্তরাষ্ট্র এ যোগাযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে।

No comments

Powered by Blogger.