কার জায়গায় খেলবেন নাসির?

বিগত বেশ কিছু বছর ধরেই ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরমেন্স করছে টাইগাররা। জাতীয় দলে বর্তমানে প্রতিভার এমন ছড়াছড়ি যে নাসির হোসেনের মতন পরীক্ষিত ক্রিকেটাররাও বাংলাদেশ দলে জায়গা পাচ্ছেন না আজকাল। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি সভাপতি, নাজমুল হাসান পাপন মনে করেন শুধু নাসির হোসেন নয় দলে জায়গা পাওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও সুযোগ মিলছেনা আরো অনেক প্রতিভাবান ক্রিকেটারদের। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে পাপন জানান, ‘লিটন দাস ভালো খেলে সুযোগ পাচ্ছে না। ইমরুল কায়েসের পর্যন্ত সুযোগ হচ্ছে না। বিজয় (এনামুল হক) সুযোগ পাচ্ছে না। মাহমুদুল্লাহকে ভালো খেলতে হচ্ছে নিয়মিত। ওর জায়গায় খেলতে কমপক্ষে চারজন খেলোয়াড় প্রস্তুত। নাসিরের মতো খেলোয়াড়ের দলে সুযোগ পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। সে কার জায়গায় খেলবে?
মিরাজ বাংলাদেশের সেরা অফস্পিনার, সুযোগ পাচ্ছে না সে-ও।’ বাংলাদেশ ক্রিকেট দলে নিজেদের পছন্দের ক্রিকেটারদের না দেখতে পেরে যেখানে ক্রিকেটে বোর্ডের লাগাতার সমালোচনায় মগ্ন ক্রিকেটারদের ভক্তরা, তখন পাপন জানালেন এই ব্যাপারে নিজের সন্তুষ্টির কথা। ক্রিকেটারদের এমন প্রতিযোগিতা জাতীয় দলের জন্য মঙ্গলজনক বলে মনে করেন তিনি। বলেন, ‘দলের প্রতিটি জায়গায় এই যে প্রতিদ্বন্দ্বিতা, পাইপলাইনে এখন অনেক খেলোয়াড়। নতুন ছেলেরা এসে পুরোনোদের সাথে সমানতালে ভালো খেলছে, এটাই হচ্ছে সাফল্যের আসল কারণ।’ উল্লেখ্য, গত বছরের অক্টোবরে দেশের মাটিতে ইংল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে মাঠে দেখা যায় নাসির হোসেনকে। তার দীর্ঘ সাত মাস পর সম্প্রতি আবারও ডাক পান বাংলাদেশ দলে, তবে আয়ারল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে কেবল একটি ম্যাচে সুযোগ পান তিনি। তবে সিরিজ শেষেই দেশে ফিরে যথারীতি আবারও নেমে পড়েছেন ঢাকা প্রিমিয়ার লিগের মাঠের লড়াইয়ে।

No comments

Powered by Blogger.