রোমাঞ্চকর লড়াইয়ে সিরিজ ইংল্যান্ডের

শেষ ওভারে দরকার মাত্র ৭ রান, ক্রিজে দুই সেট ব্যাটসম্যান ডেভিড মিলার(৬৯) ও ক্রিস মরিস(৩৪)। কিন্তু দলটি যখন চোকার্স খ্যাত দক্ষিণ আফ্রিকা-এই অবস্থা থেকেও ম্যাচ হারা সম্ভব তাদের পক্ষেই। শেষ বলের রোমাঞ্চে ২ রানে জিতল ইংল্যান্ড। এক ম্যাচ হাতে রেখে তারা ২-০ তে সিরিজও নিশ্চিত করল। চ্যাম্পিয়নস ট্রফির আগে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলছে। সাউদাম্পটনের রোজ বলে টস জিতে ফিল্ডিং নিয়ে ইংল্যান্ডকে ৩৩০ রানে বেধে দেয় দক্ষিণ আফ্রিকা। বেন স্টোকসের ১০১ রানের সুবাদে তারা ৬ উইকেট হারিয়ে এ স্কোর করে।
এছাড়া ৬৫ রানে অপরাজিত ছিলেন জশ বাটলার। কুইন্টন ডি ককের ১০৩ বলে ৯৮ এবি ডি ভিলিয়ার্সের ৫২ ও ডেভিড মিলারের ৭১* রানে জয়ের সুবাস পাচ্ছিল প্রোটিয়ারা। শেষ ওভারে তাদের দরকার ছিল ৭ রান। কিন্তু মিলার ও ক্রিস মিলার প্রয়োজনীয় রান তুলতে পারেননি। মার্ক উডের ওই ওভারে ৪ রান করে তারা। শেষ ২ বলে ৪ রানের মধ্যে মাত্র ১টি নেয় দক্ষিণ আফ্রিকা। ৫০ ওভারে ৫ উইকেটে ৩২৮ রান করেছে দলটি।

No comments

Powered by Blogger.