ব্লগার রাজীব হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। রোববার সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে ১৬৩ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়েছে। ব্লগার রাজীব হত্যার মামলায় গত বছরের ৩১ ডিসেম্বর দু'জনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন সাজা দিয়েছিলেন ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল-৩ এর বিচারক সাঈদ আহম্মেদ। পরে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আসামিরা আপিল করেন। শুনানি শেষে চলতি বছরের ২ এপিল বিচারিক আদালতের রায় বহাল রাখেন হাইকোর্ট।
রায়ে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল বিন নাইম ওরফে দিপ ও রেদোয়ানুল আজাদ রানার মৃত্যুদণ্ডাদেশ, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেন আদালত। দিপ কারাগারে থাকলেও রানা পলাতক। আর মাকসুদুল হাসান অনিকের যাবজ্জীবন, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরের কালশীতে বাড়ির কাছে কুপিয়ে হত্যা করা হয় রাজীবকে।

No comments

Powered by Blogger.