ফরিদপুরে পৃথক ঘটনায় ২ যুবক খুন

ফরিদপুরের সদর ও সালথা উপজেলায় পৃথক ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১০ জন। রোববার সকালে সালথাল গট্টি ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে দু'গ্রুপের সংঘর্ষে সরো মাতবর (৩২) নামে এক যুবক নিহত হন। তিনি একই গ্রামের মৃত স্বাধীন মাতবরের ছেলে। এদিকে সকালে সদর উপজেলার হঠাৎ বাজার এলাকার বেড়ীবাঁধের পাশ থেকে হাত-পা বাধাঁ মাথায় গুলিবিদ্ধ অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানায়, সকালে সালথার লক্ষণদিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলুর সমর্থকদের সঙ্গে হাফিজুল মাতুব্বরের সমর্থকদের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই সরো মাতবরের মৃত্যু হয়। এ সময় অন্তত পাঁচটি বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করা হয় এবং চারটি ঘরে অগ্নিসংযোগ করা হয়। নগরকান্দার  সহকারী পুলিশ সুপার (এএসপি) এফ এম মহিউদ্দিন সংঘর্ষ ও সরো মাতবরের মৃত্যুর খরব নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে সকালে সদর উপজেলার হঠাৎ বাজার এলাকার বেড়ীবাঁধের পাশে মাথায় গুলিবিদ্ধ অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। তাদের কাছ থেকে খবর পেয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।  এ সময় লাশের পাশে একটি গুলির খোসা পাওয়া যায়। পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

No comments

Powered by Blogger.