ভূমিমন্ত্রীর ছেলেসহ ১১ জনের জামিন নামঞ্জুর

পাবনার ঈশ্বরদীতে হামলা ও ভাংচুরের মামলায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালসহ ১১ জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করীম তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্য আসামিরা হলেন, যুবলীগ কর্মী রূপক, জাহাঙ্গীর, জাফর ইকবাল, রনি, প্রিন্স ইসলাম, মাহবুব ইসলাম, সাবিরুল, মেহেদী হাসান, সামসুল ও মাসুম।
এর আগে বৃহস্পতিবার গভীর রাতে মন্ত্রীর শহরের বাড়ি থেকে তমালকে এবং শহরের বিভিন্ন এলাকা থেকে বাকিদের গ্রেফতার করা হয়। তমাল উপজেলা যুবলীগের সভাপতি। পরে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতারদের কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার বিকালে উপজেলা ছাত্রলীগ সভাপতি যুবায়ের বিশ্বাসের বাড়িতে ওই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। ওই ঘটনার পর রাতে তার বাবা মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান বিশ্বাস ঈশ্বরদী থানায় ভূমিমন্ত্রীর ছেলেসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা করেন।

No comments

Powered by Blogger.