উৎসবের অপেক্ষায় রিয়াল

শেষ রাউন্ডের আগে স্প্যানিশ লীগের সবচেয়ে আলোচিত দল এখন মালাগা। শেষ ম্যাচে মালাগার কিছু পাওয়ার বা হারানোর না থাকলেও তাদের পারফরম্যান্সের উপরই নির্ভর করছে লা লীগায় এবার চ্যাম্পিয়ন্স হবে কারা। গত মৌসুমের মতো এবারও শিরোপার নিষ্পত্তি হতে যাচ্ছে আজ শেষ দিনে। পার্থক্য হল, বার্সেলোনার বদলে এবার উৎসবের অপেক্ষায় রিয়াল মাদ্রিদ। শিরোপা জয়ের পথে রিয়ালের শেষ বাধা মালাগাই শিরোপা ধর রাখতে বার্সেলোনার শেষ আশা। আজ শেষ রাউন্ডে একই সময়ে মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই স্প্যানিশ জায়ান্ট। বাংলাদেশ সময় রাত ১২টায় মালাগার মাঠে নামবে রিয়াল আর ঘরের মাঠে এইবারকে আতিথ্য দেবে বার্সা। ৩৭ ম্যাচ শেষে বার্সার (৮৭) চেয়ে তিন পয়েন্টে এগিয়ে থাকায় উৎসবের প্রস্তুতি নিয়েই মালাগায় যাচ্ছে রিয়াল (৯০)। মালাগার মাঠে ড্র করতে পারলেই পাঁচ বছর পর ফের স্পেনের সেরা হবে জিনেদিন জিদানের দল। সেক্ষেত্রে এইবারের বিপক্ষে জিতলেও কোনো লাভ হবে না বার্সার। কিন্তু রিয়াল যদি হেরে যায়, সেক্ষেত্রে নিজেদের ম্যাচ জিতলে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হবে বার্সা। প্রশ্ন হল, পয়েন্ট টেবিলের ১১ নম্বরে থাকা মালাগা কী দুর্বর রিয়ালকে ভূপাতিত করতে পারবে? বার্সেলোনা শিবির কিন্তু অন্য একটি প্রশ্নের উত্তর খুঁজছে। রিয়ালকে হারানোর চেষ্টা কী করবে মালাগা? কাতালান সমর্থকরা ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে মাঠ গরম করে তুলেছেন। তাদের শঙ্কা, রিয়ালকে ম্যাচটা ছেড়ে দেবে মালাগা। বিতর্কটা উসকে দিয়েছেন মালাগার কোচ মিকেল।
যিনি রিয়ালের ঘরের ছেলে। দীর্ঘদিন খেলেছেন বার্নাব্যুতে। গত মাসে বার্সেলোনাকে ২-০ গোলে হারিয়ে রিয়ালের বড় উপকার করেছে মালাগা। ওই ম্যাচের পর মিকেল নিজেই বলেছিলেন, সাবেক দলকে শিরোপা পুনরুদ্ধারে সহযোগিতা করতে পেরে তিনি গর্বিত। এ নিয়ে পরে মালাগার কাতারি মালিকের সঙ্গেও যুদ্ধ বেধে গিয়েছিল বার্সার। তবে মালাগা শিবিরে বার্সারও একজন ঘরের ছেলে আছে। বার্সা একাডেমিতে বেড়ে ওঠা স্প্যানিশ ফরোয়ার্ড সান্দ্রো রামিরেজ ন্যুক্যাম্প ছেড়ে এ মৌসুমেই যোগ দিয়েছেন মালাগায়। অভিষেক মৌসুমে দলের পক্ষে করেছেন সর্বোচ্চ ১৬ গোল। আজ শেষ ম্যাচে রামিরেজ লড়বেন তার সাবেক দলের জন্য, ‘আশা করি, রিয়ালের বিপক্ষে গোল করতে পারব এবং শিরোপাটা বার্সেলোনার হাতে তুলে দিতে পারব।’ রামিরেজের চাওয়া পূর্ণ হলে উৎসবের আবির মেখেই ন্যুক্যাম্প অধ্যায়ের ইতি টানতে পারবেন বার্সার বিদায়ী কোচ লুইস এনরিকে। তবে বাস্তবে সেই সম্ভাবনা ক্ষীণ। লীগে পাঁচ বছরের শিরোপা খরা কাটাতে মালাগার সহযোগিতার প্রয়োজন নেই রিয়ালের। ফরাসি গ্রেট জিদানের কোচিংয়ে টানা দু’বার চ্যাম্পিয়ন লীগের ফাইনালে উঠেছে যারা, তাদের সামনে মালাগা খুব কঠিন কোনো প্রতিপক্ষ নয়। লীগ ও চ্যাম্পিয়ন্স লীগের ডাবল জয়ের সম্ভাবনায় মৌসুমের শেষভাগে এসে ঝলসে উঠেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেভিয়া ও সেল্টা ভিগোর বিপক্ষে শেষ দু’ম্যাচেই জোড়া গোল করেছেন রিয়ালের পর্তুগিজ যুবরাজ। সব মিলিয়ে শেষ আট ম্যাচে করেছেন ১৩ গোল। এই রোনাল্ডোকে থামাতে রামিরেজের মালাগাকে অবিশ্বাস্য কিছুই করতে হবে। এএফপি/ওয়েবসাইট।

No comments

Powered by Blogger.