ভেনিজুয়েলা থেকে নোংরা হাত সরাও : ট্রাম্পকে মাদুরো

ভেনিজুয়েলায় নাক গলানো বন্ধ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ভেনিজুয়েলার বিচার বিভাগের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপের পর এ কথা বলেন তিনি। ওয়াশিংটন দাবি করেছে, ভেনিজুয়েলার মানুষের পক্ষে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ভেনিজুয়েলার টেলিভিশনে প্রচারিত সরাসরি ভাষণে এ পরিপ্রেক্ষিতে মাদুরা বলেন, অনেক নাক গলানো হয়েছে, ভেনিজুয়েলা ছাড় এবং নিজ দেশে ফিরে যাও ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ভেনিজুয়েলা থেকে তোমার নোংরা হাত সরাও। এর আগে ভেনিজুয়েলার সরকারি বিবৃতিতে দেশটিতে মার্কিন হস্তক্ষেপের অভিযোগ করা হয়েছিল। অভিযোগে বলা হয়, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে দেশটিকে আরো অস্থিতিশীল করতে চাইছে আমেরিকা। এতে আরো বলা হয়, ভেনিজুয়েলার জনগণ, সরকার এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিবৃতিতে ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে নিজ ঘর সামলানোর জন্য আমেরিকার প্রতি উপদেশ দেয়া হয়। সূত্র : ওয়েবসাইট

No comments

Powered by Blogger.