শেরপুরে অপহৃত ভারতীয় নাগরিক উদ্ধার

৬০ লাখ ভারতীয় রুপি মুক্তিপণের দাবিতে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে অপহৃত ভারতীয় নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আহাম্মদ নগর এলাকা থেকে ওই ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওই ভারতীয় নাগরিকের নাম দাবেজ সিয়ান লিয়া(১৭)। তিনি ভারতের মেঘালয় রাজ্যের নংউইং জেলার মইরাং এলাকার রেজো ডেফাই মাথের ছেলে। এদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আল আমীন আলম(৩০) নামের একজনকে আটক করেছে পুলিশ। তিনি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ভালুয়াকুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
ঝিনাইগাতী থানার ওসি মিজানুর রহমান জানান, গত ১২ মে ৬০ লাখ রূপি মুক্তিপণের দাবিতে ভারতের সুনামগঞ্জ এলাকা থেকে ওই ভারতীয় নাগরিককে অপহরণ করে শেরপুর সীমান্তে নিয়ে আসে আলম ও তার এক সহযোগী। এ বিষয়টি ভারতের খাসিয়া হিল জেলার পুলিশ সুপার শেরপুর পুলিশ সুপার মো. রফিকুল হাসান গণিকে জানালে পুলিশ মোবাইল ফোন ট্রেকিং করে অভিযান শুরু করে। পরে সোমবার রাত ১০টার দিকে ভারতীয় ওই নাগরিককে উদ্ধার করা হয়। সেইসঙ্গে এ অপহরণের ঘটনার সঙ্গে জড়িত বাংলাদেশি নাগরিক আলমকে আটক করা হয়। ওসি আরও জানান, এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি মামলা করা হয়েছে। অপহরণের অভিযোগে আটক আলমকে মঙ্গলবার আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে। অপরদিকে উদ্ধার হওয়া ওই ভারতীয় নাগরিককে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। তাকে হস্তান্তরের জন্য ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে বলেও জানান ওসি।

No comments

Powered by Blogger.