যুদ্ধাপরাধ মামলায় যশোরের আমজাদ মোল্লা গ্রেফতার

যুদ্ধাপরাধের মামলায় যশোরের বাঘারপাড়ার আমজাদ মোল্লা গ্রেফতার হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে আটক করেছে। আমজাদ মোল্লা যশোরের বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের মরহুম সোবহান মোল্লার ছেলে। আমজাদ মোল্লাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মতিয়ার রহমান। মাগুরার শালিখা উপজেলার সীমাখালি গ্রামের (যশোরের বাঘারপাড়া উপজেলার পার্শ্ববর্তী গ্রাম) রজব আলী বিশ্বাসের ছেলে এ মামলার বাদী খোকন বিশ্বাস। তিনি জানান, ১৯৭১ সালের ১৫ আগস্ট বেলা ১১টার দিকে মাগুরার সীমাখালি বাজারের পাশে আমবাগানের দাঁড়িয়ে ছিলেন আসামি আমজাদ 'রাজাকারের' নেতৃত্বে ১০/১২জন। 
তারা মামলার বাদীর পিতা রজব আলী বিশ্বাসকে অপহরণ করে যশোরের বাঘারপাড়া থানার চাঁদপুর গ্রামে ইফাজ মোল্লার আম বাগানে নিয়ে যায়। সেখানে বাদীর পিতাকে গামছা দিয়ে চোখ ও দড়ি দিয়ে হাত বেঁধে বাগানের দক্ষিণ পাশে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। বাদী ও সাক্ষীগণ বিকাল ৫টার দিকে বাদীর পিতার লাশ গরুর গাড়িতে করে নিজ বাড়িতে এনে কবর দেন। এ ঘটনায় বাদী মাগুরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। পরে মাগুরার আদালত গত ৬ এপ্রিল মামলাটি 'আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে' পাঠানোর নির্দেশ দেন। মামলার বাদী খোকন বিশ্বাস জানান, মামলায় তারা আমজাদ মোল্লা ও কেরামত মোল্লা, ওহাব এবং ফসিয়ার মোল্লাকে আসামি করেছেন। তবে আমজাদ গ্রেফতার হলেও। অন্যরা এখনও গ্রেফতার হয়নি।

No comments

Powered by Blogger.