৫ মিনিটেই চার্জ হবে স্মার্ট ফোন!

বর্তমান সময়ে আধুনিক ডিভাইস ও গ্যাজেটস ব্যবহারে বড় সমস্যা হয়ে দাঁড়ায় ব্যাটারি ও তার চার্জ। কারণ দীর্ঘক্ষণ ব্যবহারে সক্ষম এবং দ্রুত চার্জ হয়ে যাবে এমন ব্যাটারি বাজারে নেই। তবে ইসরাইলের প্রযুক্তি প্রতিষ্ঠান স্টোরডট ঘোষণা দিয়েছে, আগামী বছর তারা এক নতুন ব্যাটারি বাজারে আনছে, যা মাত্র ৫ মিনিটেই চার্জ হয়ে যাবে।
২০১৫ সালে ইসরাইলের ওই প্রতিষ্ঠানটি আমেরিকার লাস ভেগাসের এক প্রযুক্তি মেলায় এ ধরনের প্রযুক্তি প্রথম সম্মুখে আনে। পরে ব্যাটারির উন্নতি করে বর্তমানে তা স্মার্ট ফোনের সাধারণ ব্যাটারির মতো ব্যবহার উপযোগী করে তোলা হয়েছে। বিশেষ এই ব্যাটারি পরীক্ষামূলকভাবে তৈরি হয়েছিল এশিয়ার দুটি ব্যাটারি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে। বর্তমানে প্রতিষ্ঠানগুলো এ ধরনের ব্যাটারি বাজারজাত করার জন্য প্রস্তুত। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জানিয়েছেন, আগামী বছরের মধ্যে পাঁচ মিনিটে মোবাইল ফোন চার্জ করার প্রযুক্তি ক্রেতাদের হাতে পৌঁছে যাবে। এর আগে গত নভেম্বরে কোয়ালকম বলেছিল তারা এমন একটি ব্যাটারি তৈরি করেছে, যেটি পাঁচ মিনিট চার্জ দিলে সেটি পাঁচ ঘণ্টা পর্যন্ত চলে। সূত্র: বিবিসি বাংলা

No comments

Powered by Blogger.