বাইরে গুলি-বোমাবাজি, ভেতরে তাসে মত্ত পুলিশ!

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়া ও হাওড়ায় প্রশাসনিক বৈঠকে পুলিশকে কড়া হওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সে পরামর্শ পুলিশ যে মান্য করছে না তা স্পষ্ট হয়ে গেছে। ডোমকলের বিরোধী ও ভোটারদের একটা বড় অংশের অভিযোগ, চোখের সামনে গণ্ডগোল, বুথ দখল, ছাপ্পা ভোট দেখেও চুপ থাকল পুলিশ। বিপদের সময় বহুবার ডেকেও পুলিশের সাড়া মেলেনি। অবাক ডোমকলের প্রশ্ন, এ পুলিশ কেমন পুলিশ?
ডোমকলের ২১টি ওয়ার্ডের মধ্যে ১৬টি ওয়ার্ডেই গণ্ডগোল হয়েছে। অভিযোগ, বেশ কয়েকটি এলাকায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরতে দেখা গেছে দুষ্কৃতীকারীদের। বুথ থেকে বিরোধী এজেন্টদের মারধর করে বের করে দেয়া হয়েছে। হুমকি দেয়া হয়েছে ভোটারদের। অথচ পুলিশকে বলতে গেলে শুনতে হয়েছে— ‘ভোটে তো এমন টুকটাক ঘটনা ঘটেই থাকে। আপনি কেন ঝামেলায় জড়াচ্ছেন?’ ডোমকলের প্রশাসনিক ভবনে তাস খেলতে দেখা গেছে পুরুষ পুলিশদের। অন্যদিকে কানে হেডফোন লাগিয়ে গান শুনেছেন নারী পুলিশ কনস্টেবলরা।

No comments

Powered by Blogger.