রাশিয়াকে স্পর্শকাতর তথ্য দিয়েছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিষয়ে অত্যন্ত স্পর্শকাতর কিছু গোপন তথ্য রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের কাছে প্রকাশ করেছেন। গত সপ্তাহে ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বৈঠকের সময় এ বিষয়টি ঘটেছে বলে জানিয়েছে মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্ট। সরকারি সূত্রের বরাতে পত্রিকাটি বলেছে, তথ্যগুলো যুক্তরাষ্ট্রের একটি সহযোগী রাষ্ট্রের দেয়া। এসব তথ্য রাশিয়ার সঙ্গে ভাগাভাগি করার কোনো অনুমোদন ছিল না।
যদিও একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, প্রতিবেদনটি সত্য নয়। সেদিনের বৈঠকে উপস্থিত যুক্তরাষ্ট্রের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ফর স্ট্র্যাটেজি দিনা পাওয়েল বলেন, 'প্রতিবেদনটি মিথ্যা। উভয় দেশ যেসব বিষয়ে হুমকির সম্মুখীন হয়েছে তা নিয়ে প্রেসিডেন্ট আলোচনা করেছেন।' প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল এইচ আর ম্যাকমাস্টারও প্রতিবেদনটিকে মিথ্যা বলে দাবি করেছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ ছিল এবং ট্রাম্পের প্রচারণা দল মস্কোর সঙ্গে যোগাযোগ রেখেছিল বলে অভিযোগ রয়েছে। বিষয়গুলো নিয়ে তদন্তও চলছে। এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টিকে 'মিথ্যা সংবাদ' বলে খারিজ করে দিয়েছেন।

No comments

Powered by Blogger.