খালেদা জিয়ার অফিসের কাছে ককটেল বিস্ফোরণ

রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অফিসের অদূরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে ৮৬ নম্বর সড়কের উত্তরপ্রান্তে পরপর দুইটি ককটেল বিস্ফোরিত হয়। ওই রোডেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অফিস। ঘটনার কিছুক্ষণ আগে খালেদা জিয়া তার কার্যালয়ে প্রবেশ করেন। বিস্ফোরণের বিকট শব্দে ৮৬ নম্বর সড়ক এবং এর আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আবদুল আহাদ ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত তথ্য জানাতে পারেননি। গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের আনুমানিক চারশ’ গজ উত্তরে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে কেউ হতাহত হয়নি। ঘটনার পরপরই পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
কারা ককটেল ছুঁড়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। বিষয়টি জানতে ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হবে। ঘটনাস্থল থেকে এসআই মহিদুল ইসলাম জানান, ফাঁকা জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরিত দ্রব্য আসলে ককটেল কিনা তা পরীক্ষা করা হবে। এজন্য আলামত সরবরাহ করা হয়েছে। এদিকে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, সম্প্রতি স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে যাদের স্থান হয়নি তারা এ নিয়ে ক্ষুব্ধ ছিল। মঙ্গলবার দিনভর এ নিয়ে সংগঠনের কেন্দ্রীয় নেতারা পদবঞ্চিতদের সঙ্গে কথা বলেছেন। ধারণা করা হচ্ছে, পদবঞ্চিতরা ক্ষুব্ধ হয়েই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে।

No comments

Powered by Blogger.