‘মুফতি হান্নানের রায় কার্যকরে কারা কর্তৃপক্ষ প্রস্তুত’

মুফতি হান্নানসহ দণ্ডপ্রাপ্তদের ফাঁসির রায় কার্যকরে কারা কর্তৃপক্ষ প্রস্তুত বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। বুধবার ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারের যমুনা ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। কারা মহাপরিদর্শক বলেন, মৃত্যুদণ্ড কার্যকরের নির্বাহী আদেশ এখনো আমাদের হাতে পৌঁছায়নি। সরকারের আদেশ পেলেই  মুফতি হান্নান ও তার দুই সহযোগীর মৃত্যুদণ্ড কার্যকর করতে কারা কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে।  সংবাদ সম্মেলনে ইফতেখার উদ্দিন বলেন, ‘সর্বোচ্চ আদালত থেকে তাঁর (মুফতি হান্নান) আপিল খারিজ হয়েছে। এটা আপনারা জানেন সবাই। নিয়ম অনুযায়ী এটা এখন সেন্টেন্সিং কোর্টে (বিচারিক আদালত) যাবে। সেখান থেকে ওয়ারেন্ট অব এক্সিকিউশনটা (মৃত্যু পরোয়ানা) ইস্যু হবে।’
‘তো সেটার জন্য, সেন্টেনসিং কোর্ট হলো সিলেট। সিলেটে সেটা পাঠানো হয়েছে এবং আমাদের কর্মকর্তারা সেটা মনিটর করছেন, যাতে যত শিগগিরই আমাদের হাতে ওয়ারেন্ট অব এক্সিকিউশন এসে পৌঁছায়। তার পরে আমরা জেল কোড অনুযায়ী বাকি ব্যবস্থা গ্রহণ করব।’ এর আগে কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ জানিয়েছেন, মুফতি হান্নান ও বিপুল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার ইংগিত দিয়েছেন। আর রিপন সিলেট কারাগারের কর্মকর্তাদের বলেছেন, তার সিদ্ধান্ত তিনি পরে জানাবেন। কারাবিধি অনুযায়ী সাত দিনের মধ্যে তারা ওই আবেদন করতে পারবেন। প্রাণভিক্ষার আবেদন প্রত্যাখ্যাত হলে সরকার তারিখ ঠিক করে দেবে এবং কারা কর্তৃপক্ষ আসামিদের দণ্ড কার্যকর করবে।

No comments

Powered by Blogger.