মুসলিমদের সম্মান দিতে আদিত্য নাথকে পিতার পরামর্শ

মুসলিমদের সম্মান দিতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রতি আহ্বান জানিয়েছেন তার পিতা আনন্দ সিং বিস্ট। ছেলে মুখ্যমন্ত্রী। মুসলিম বিরোধী বিভিন্ন মন্তব্যের জন্য তিনি সমালোচিত, বিতর্কিত। এরই প্রেক্ষিতে আনন্দ সিং তার প্রতি আহ্বান জানিয়েছেন, বোরকা পরা নারীরাও তোমাকে ভোট দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। উল্লেখ্য, পুরী জেলার পাঁচুর গ্রামে বসবাস করেন আদিত্যানাথের পিতা আনন্দ সিং ও মা সাবিত্রি। আনন্দ সিংয়ের বয়স এখন ৮৪ বছর। তিনি ছেলেকে পরামর্শ দিয়ে বলেছেন, তার ছেলের উচিত সবাইকে সঙ্গে নিয়ে চলা। তার ভাষায়, বোরকা পরা নারীরাও তোমাকে ভোট দিয়েছেন। তাই সব ধর্মকে সম্মান কর। তাদের হৃদয় জয় কর। আনন্দ সিং মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়াকে সাক্ষাতকার দেন। তিনি বলেন, তার সন্তানের রয়েছে অনেক বেশি দায়িত্বশীল হওয়ার। তার ভাষায়, মুসলিম নারীরাও বিজেপিকে ভোট দিয়েছেন। তারা আশা করেন তিন তালাক ও অন্যান্য ইস্যুতে তারা ভোট দিয়েছে এ দলটিকে। সব ধর্মে বিশ্বাসীরা মনে করেন বিজেপি ও আদিত্যনাথ তাদেরকে অগ্রগতির পথে নিয়ে যাবে। এ কথাটা স্মরণ রাখতে হবে। আনন্দ সিং বলেছেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিনে মুখ্যমন্ত্রী তার স্টাফদের এমন ভাষা ব্যবহার না করতে বলেছেন, যা মানুষকে আঘাত করে। তিনি বলেন, তার ছেলে ‘হিন্দুতভা ক্যাম্পেইন’ বা হিন্দুত্ববাদী প্রচারণা থেকে সরে আসবে বলে মনে করেন তিনি। উল্লেখ্য, আদিত্য নাথ মুসলিম বিরোধী প্রচারণার জন্য বহুল আলোচিত।

No comments

Powered by Blogger.