৫৫০ একর জমি উন্নয়ন করবে ৩ কোম্পানি

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চল-১-এর ৫৫০ একর ভূমি উন্নয়নের কাজ পেয়েছে দেশের তিনটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে গঠিত একটি কনসোর্টিয়াম। এ কনসোর্টিয়ামের নাম পাওয়ার প্যাক-ইস্টওয়েস্ট-গ্যাসমিন কনসোর্টিয়াম। গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এই কনসোর্টিয়ামকে ‘লেটার অব অ্যাওয়ার্ড’ প্রদান করে। মিরসরাই অর্থনৈতিক অঞ্চলটির আয়তন হবে মোট ৩০ হাজার একর। এর মধ্যে কিছু জমি বেজা নিজে উন্নয়ন ও পরিচালনা করবে। কিছু জমি সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পিপিপি) উন্নয়ন ও পরিচালনা করা হবে। এ ছাড়া আরও কিছু উপায়ে জমি উন্নয়ন ও পরিচালনা করা হবে।
পাওয়ার প্যাক-ইস্টওয়েস্ট-গ্যাসমিন কনসোর্টিয়াম জমি পেয়েছে পিপিপির ভিত্তিতে। তারা এ জমি উন্নয়ন করে পরিচালনা করবে। রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ। তাঁকে উদ্দেশ করে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী কয়েকটি দাবি জানান। তিনি বলেন, অর্থনৈতিক অঞ্চলগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তা দিতে হবে। অর্থনৈতিক অঞ্চলগুলোকে স্থানীয় চাঁদাবাজি মুক্ত রাখতে হবে। গ্যাস-বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। আবুল কালাম আজাদ বলেন, গ্যাস-বিদ্যুতের নিশ্চয়তার জন্য সরকারি সংস্থাগুলো কাজ করছে। এরপরে অনুষ্ঠানে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য রুরাল পাওয়ার কোম্পানিকে ১৬ একর জমি দেওয়ার জন্য একটি সমঝোতা চুক্তি হয়।

No comments

Powered by Blogger.