ফেসবুক কমেন্টে যুক্ত হচ্ছে জিফ

নিত্যনতুন নানা ফিচার এলেও জিফ ইমেজ আপলোডের সুবিধা থেকে গ্রাহকদের বঞ্চিত করে আসছিল শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। জিফ ইমেজ দেখানোর জন্য ব্যবহারকারীদের অন্য ওয়েবসাইট বা লিংক ব্যবহার করতে হতো। অবশেষে ফেসবুকের মন গলেছে! টেকক্রাঞ্চে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গেছে, ফেসবুক কমেন্টে ব্যবহারকারীদের অ্যানিমেটেড বা গিফ ইমেজ আপলোডের সুবিধা আসছে।
এ জন্য ফেসবুক ইতিমধ্যে একটি জিফ বাটন যুক্ত করার পরীক্ষাও চালাচ্ছে। যদিও ফেসবুকের মেসেঞ্জারে জিফি এবং টেনরের মাধ্যমে জিফ ইমেজ শেয়ার করা যায়। জিফ সাপোর্ট না করার পেছনে ফেসবুক অনেক যুক্তিও দিয়েছে। তাদের মতে, জিফ ইমেজ আপলোডের সুবিধা দিলে ফেসবুক নিউজফিড ঘিঞ্জি মনে হবে। স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়া ভিডিও সুবিধাকেও অনেকেই বিরক্তি হিসেবে দেখে। আর বর্তমানে ভিডিওর সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে শব্দ চালু হওয়ায় সেটি আরও বিরক্তিকর মনে করেন অনেকেই। ঠিক কবে নাগাদ সেবাটি চালু হবে তা জানানো হয়নি। দ্য নেক্সট ওয়েব অবলম্বনে রুদ্র মাহমুদ

No comments

Powered by Blogger.