কাশ্মির সীমান্তে ভারতের নজরদারি ড্রোন

ভারত নিয়ন্ত্রণ রেখা বা এলওসি নামে পরিচিত কাশ্মির সীমান্তে ড্রোন মোতায়েন করেছে। পাকিস্তানের বিরুদ্ধে নজরদারির লক্ষ্যে পুঞ্চ এবং রাজৌরি সীমান্তে আমেরিকার তৈরি ড্রোন মোতায়েন করা হয়েছে। পাকিস্তানি একটি ইংরেজি দৈনিক কয়েকটি সূত্রের বরাতি দিয়ে আজ বৃহস্পতিবার এ খবর দিয়েছে।
এতে আরো বলা হয়েছে, ড্রোন নিয়ে নজরদারি চালানো, ড্রোন দিয়ে সংগৃহীত তথ্য প্রক্রিয়াকরণ এবং মোতায়েন করা সেনাদের এ সব তথ্য জানানোর জন্য ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে শ্রীনগরে ডাটা কেন্দ্র বসানো হয়েছে। ভারতের বহরে যে সব ড্রোন রয়েছে তার বেশিরভাগই শুধুমাত্র নজরদারি কাজ চালানোর উপযোগী। অবশ্য সম্প্রতি ভারত সশস্ত্র ড্রোন সংগ্রহ করেছে।

No comments

Powered by Blogger.