হামলা চালালে শত্রুরা ‘বিস্ময়কর জবাব’ পাবে : ইরান

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান বলেছেন, শত্রুরা যদি কোনো রকম আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে তেহরানের পক্ষ থেকে বিস্ময়কর জবাব পাবে। তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামরিক খাতে যে বিনিয়োগ করছে তা তার দেশের সামরিক বাহিনীকে যেকোনো যুদ্ধের ঘটনায় শত্রুর চেয়ে ভালো অবস্থান রাখবে। জেনারেল দেহকান বলেন, “প্রতিরক্ষা নীতির আওতায় আমরা ধারাবাহিকভাবে কিছু প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছি যাতে আমরা শত্রুর কাছে পরাজিত না হই।”
তিনি জোর দিয়ে বলেন, হামলার ঘটনা ঘটলে শত্রুরা বিস্মিত হবে। জেনারেল দেহকান বলেন, ইরানের সামরিক শক্তি দুর্বল বলে মনে করলে কিংবা সামরিক সক্ষমতা সম্পর্কে সন্দেহ থাকলে আমেরিকা ও ইসরাইল এতদিন ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করত। তিনি জানান, যুদ্ধের কোনো ঘটনা ঘটলে ইরান যাতে জিততে পারে সে লক্ষ্যকে সামনে রেখে তেহরান তার প্রতিরক্ষা কর্মসূচি পরিচালনা করছে। শত্রুর পক্ষ থেকে আসা বিভিন্ন ধরনের হুমকিকে শনাক্ত ও ব্যর্থ করতে সক্ষম ইরান। তিনি বলেন, ইরানের জনগণ এখন যেকোনো হুমকির বিরুদ্ধে দাঁড়াতে নিরাপদ বোধ করেন।
সূত্র : ওয়েবসাইট

No comments

Powered by Blogger.