ছাত্রদল ধানমন্ডি থানা কমিটি বিলুপ্ত

বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রাতেই ধানমন্ডি থানা কমিটি বিলুপ্তি করেছে জাতীয়তাবাদী ছাত্র দল। গতরাতে কেন্দ্রীয় দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক ধানমন্ডি থানা ছাত্র দলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি খন্দকার এনামুল হক এনাম ও সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন মানিক এ সিগ্ধান্ত অনুমোদন করেন। বুধবার বিকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ছাত্র দলের উদ্যোগে তারেক রহমানের ১১তম কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা সভা ছিলো। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি বক্তব্য দেবার শেষ পর্যায়ে মিলনায়তনে পেছনে ধানমন্ডি থানা ছাত্র দলের নেতা-কর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করে। নেতারা বার বার সর্তক করার পরও তারা একাধিকবার হৈ-চৈ করে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়সহ ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা ধানমন্ডি কমিটির নেতা-কর্মীদের এহেন আচরণে ক্ষুব্ধ হন। এই পরিপ্রেক্ষিতে আলোচনা সভার পরপরই সংগঠনটির কেন্দ্রীয় নেতারা বসে এই সিদ্ধান্ত নেন।

No comments

Powered by Blogger.