আজ ১৮ উপজেলা ও পৌরসভায় ভোট

আজ সোমবার দেশের ৭ বিভাগের ১৮টি উপজেলা ও পৌরসভায় ভোট গ্রহণ হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এর মধ্যে ৩টি উপজেলা পরিষদে পুরো নির্বাচন হবে। সেগুলো হলো সিলেটের ওসমানীনগর, খাগড়াছড়ির গুইমারা ও সুনামগঞ্জের জগন্নাথপুর। এ ছাড়া ১১ উপজেলায় উপনির্বাচন হচ্ছে। এর মধ্যে বরিশালের বানারীপাড়া, গৌরনদী, পটুয়াখালীর রাঙ্গাবালী, কুমিল্লার আদর্শ সদর, পাবনার সুজানগর ও কিশোরগঞ্জের হোসেনপুরে চেয়ারম্যান পদে। নাটোরের বড়াইগ্রাম, নীলফামারীর জলঢাকা,
সাতক্ষীরার কলারোয়া ও বাগেরহাটের মোরেলগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে এবং পাবনার ঈশ্বরদীতে নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে। ৪ পৌরসভায় উপনির্বাচন হবে। সেগুলো হচ্ছে পটুয়াখালীর গলাচিপায় মেয়র পদে এবং টাঙ্গাইলের সখীপুরের ২ নম্বর সাধারণ ওয়ার্ড, রাজশাহীর আড়ানি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ও শেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট গ্রহণ হবে। নবগঠিত নির্বাচন কমিশনের অধীন এর আগে রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হলেও একসঙ্গে এতগুলো স্থানে ভোট গ্রহণ এই প্রথম।

No comments

Powered by Blogger.