চীনের সর্বোচ্চ যুদ্ধপ্রস্তুতি, টার্গেট যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রকে সামনে রেখে এবার যেকোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য চীনা সামরিক বাহিনীকে ঢেলে সাজাচ্ছে বেইজিং৷ সামরিক ক্ষমতায় প্রায় আমেরিকাকে ছুঁয়ে ফেলে এবার চীনা বিমানবাহিনীর অন্তর্ভুক্ত হলো ‘J-20’ স্টেলথ ফাইটার জেট৷ রাডারে অদৃশ্য এই যুদ্ধবিমানটি টেক্কা দেবে অত্যাধুনিক মার্কিন ‘F-22’ যুদ্ধবিমানকে৷
এছাড়াও মহাসাগরে আধিপত্য প্রতিষ্ঠা করতে ও মার্কিন নৌসেনাকে জবাব দিতে প্রথমসারির নৌবাহিনী ও মেরিন কর্পস তৈরি করছেন শি জিনপিং৷ ক্ষমতায় এসেই জিনপিং চীনা সামরিক বাহিনীর আধুনিকীকরণে মন দিয়েছেন৷ তাই বিশ্বের সর্ববৃহৎ এই সেনা এবার পেতে চলেছে স্যাটেলাইট বিধ্বংসী মিসাইল, অত্যাধুনিক সাবমেরিন ও এয়ারক্রাফট ক্যারিয়ার৷ বৃহস্পতিবার, J-20 যুদ্ধবিমানের অন্তর্ভুক্তির কথা জানিয়েছে চীনা সংবাদমাধ্যম৷ এই বিমানটি প্রথম নজরে আসে ২০১০ সালে৷ মার্কিন F-22 ও F-35 যুদ্ধবিমানগুলিকে টক্কর দিতে এই বিমান বানানো হয়েছে৷ এছাড়াও, J-31 নামের আরেকটি অত্যাধুনিক যুদ্ধবিমান বানাচ্ছে চীন৷ ২০১৪ সালে একটি বিমান প্রদর্শনীতে দেখা যায় এই বিমানটি৷ এছাড়াও, মার্কিন সেনাকে টক্কর দিতে একটি অত্যন্ত শক্তিশালী নৌসেনার গুরুত্ব বুঝতে পেরেছে চীন৷ তাই এবার চীন মন দিয়েছে অত্যাধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার ও সাবমেরিন বানাতে৷ ইতিমধ্যে, স্বশাসিত তাইওয়ানের পানিসীমায় ঢুকে পেশিশক্তি প্রদর্শন করেছে চীনা সামরিক বাহিনীর বিমানবাহী রণতরী লিয়াওনিং৷ এছাড়াও দক্ষিণ চীন সাগর ও পূর্ব চীন সাগরে টহল দিয়ে বেড়াচ্ছে চীনা রণতরী৷ চিনা নৌসেনার কর্মকর্তা ওয়াং ওয়েইমিং জানিয়েছেন, একটি মেরিন কর্পস বানানোর প্রক্রিয়া শুরু করেছে চীন৷ নাম না করে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরো জানিয়েছেন, ওই পানিসীমায় থাকা প্রত্যেকটি যুদ্ধজাহাজের উপর নজর রাখছে চীনা রণতরীগুলি৷ এবং তারা যেকোনো পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত৷ ২০২০ সালের মধ্যেই দ্বিতীয় বিমানবাহী রণতরী পেতে চলেছে চীনা বাহিনী৷ চীনের এই দ্রুত উত্থানে উদ্বিগ্ন ভারত৷ সম্প্রতি, করাচি বন্দরে দেখা গিয়েছে চীনা সাবমেরিন৷ এছাড়াও, ভারত মহাসাগরে একাধিকবার দেখা গিয়েছে চীনা রণতরী৷ তাই এবার আগ্রাসী বেইজিংকে রুখতে হাত মিলিয়েছে নয়াদিল্লি ও ওয়াশিংটন৷ দুদেশের মধ্যে সম্পাদিত এক চুক্তির মাধ্যমে এবার ভারতের সামরিক ঘাঁটি ব্যবহার করতে পারবে মার্কিন সেনা৷ তবে যাই হোক না কেন নিজের শক্তি সংহত করে এবার চীন খোলা চ্যালেঞ্জ জানাচ্ছে মহাশক্তিগুলোকে।

No comments

Powered by Blogger.