‌উত্তরপ্রদেশে বিজেপির বিপুল জয়



ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি বিপুল জয় পেয়েছে। বুথ ফেরত সমীক্ষার হিসেবে উত্তরপ্রদেশে এগিয়ে ছিল বিজেপি। কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা তারা পাবে বলে ইঙ্গিত পাওয়া যায়নি। এগজিট পোলের হিসেব থেকে অনেকটা বাইরে গিয়ে একাই প্রায় ৩০০ আসনে এগিয়ে বিজেপি। ৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় এখন পর্যন্ত ৩০৭ আসনে এগিয়ে ভারতীয় জনতা পার্টি। যেখানে সরকার গড়তে প্রয়োজন ২০২ আসন। সেখানে এই ঐতিহাসিক সাফল্যে হোলির দু-দিন আগেই মেতে উঠলেন বিজেপির কর্মী-সমর্থকরা।
এখন পর্যন্ত ৪০৩ আসনের মধ্যে ৩০৭ আসনে এগিয়ে বিজেপি, কংগ্রেস-সপা জোট এগিয়ে ৬৯ আসনে, মায়াবতীর বহুজন সমাজ পার্টি পেয়েছে মাত্র ২০টি আসন, অন্যান্যরা এগিয়ে আটটি আসনে। এলাহাবাদ, লখনৌ, কানপুর, বেনাসর-সহ উত্তরপ্রদেশের সবকটি বড় শহরেই জয়ের মুখে বিজেপি প্রার্থীরা। লখনৌ ক্যান্টনমেন্ট আসনে বিজেপির রিতা বহুগুণা যোশির কাছে পরাজিত হয়েছেন মুলায়ম সিং যাদবের পুত্রবধূ অপর্ণা যাদব। নয়ডা আসনে জয় পেয়েছেন রাজনাথ সিং-এর ছেলে পঙ্কজ সিং-ও। ২০১২-য় যেখানে উত্তরপ্রদেশে মাত্র ৪৭টি আসন পেয়েছিল বিজেপি, সেখানে ২০১৭-য় ৩০০ টিরও বেশি আসন পকেটে পুরতে চলেছে গেরুয়া দল। নোট বাতিলের ফলে সাধারণ মানুষের মধ্যে নরেন্দ্র মোদী ও বিজেপির গ্রহণযোগ্যতা অনেকটা কমেছে বলে মনে করা হয়েছিল। কিন্তু উত্তরপ্রদেশের ফল তা ভুল প্রমাণ করল।

No comments

Powered by Blogger.