ছত্তিসগড়ে মাওবাদী হামলায় ৯ সৈন্য নিহত



একদিকে যখন পাঁচ রাজ্যের বিধানসভা ফলাফলের দিকে তাকিয়ে গোটা ভারত, তার মধ্যেই ফের প্রাণঘাতী আঘাত হানল মাওবাদীরা। ছত্তিসগড়ের সুকমা জেলার ভেজ্জিতে শনিবার সকালে সিআরপিএফ জওয়ানদের ওপর হামলা করে মাওবাদীরা। অতর্কিত হামলায় ৯ জওয়ানের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও তিন জন।
ভেজ্জি থেকে কুট্টাচেরু যাওয়ার পথে সিআরপিএফ-এর একটি টহলদারি দলের ওপর আড়াল থেকে গুলিবৃষ্টি করে মাওবাদীরা। আঘাত সামলে পাল্টা জবাব দেয় সিআরপিএফ-ও। শনিবার সকাল ৯টা নাগাদ এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হামলার খবর পেয়েই ঘটনাস্থলে যায় অতিরিক্ত বাহিনী। তারাই উদ্ধারকাজ চালিয়ে মৃত ও আহত জওয়ানদের ক্যাম্পে ফিরিয়ে আনেন। সিআরপিএফ জওয়ানদের অস্ত্রশস্ত্র এবং ওয়্যারলেস রেডিও সেট লুঠ করে নিয়ে গিয়েছে মাওবাদীরা।

No comments

Powered by Blogger.