ভারতীয় রাজনীতিতে আঞ্চলিক দলগুলো বিলীন!

ভারতের পাঁচ রাজ্যের ভোটে উত্থান ২ প্রধান জাতীয় দলের। কার্যত হারিয়ে গেল আঞ্চলিক দলগুলো। উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে গেরুয়া ঝড়। পাঞ্জাব ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। গোয়ায় ভালো ফল কংগ্রেস। মনিপুরেও তীব্র লড়াই কংগ্রেস ও বিজেপির। সপা, বসপা, অকালি দল, আম আদমি পার্টি সবাই ধরাশায়ী।
এর পাশাপাশি উত্তরপ্রদেশ বিধানসভায় জয় পার্লামেন্টেও শক্তিশালী করল বিজেপিকে। রাজ্যসভাতেও কংগ্রেসকে ছাপিয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে আসা এখন শুধু সময়ের অপেক্ষা। এর ফলে একাধিক বিল পাস করাতে এখন অনেক শক্তিশালী জায়গায় থাকবে বিজেপি।

No comments

Powered by Blogger.