৩ বছরে বিমানবন্দরে আটক প্রায় ৩ হাজার কেজি স্বর্ণ

গত ৩ বছরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বিমানবন্দরগুলোতে দুই হাজার ৯৪৪ দশমিক ২০৮ কেজি স্বর্ণ আটক হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।   তিনি সোমবার সংসদে সরকারি দলের সদস্য শামিম ওসমানের এক প্রশ্নের জবাবে একথা বলেন।   মুহিত বলেন, ‘'আটককৃত স্বর্ণের মধ্যে ২০১৩ সালে ৬২০ দশমিক ৪১ কেজি, ২০১৪ সালে ১ হাজার ৫৩৯ দশমিক ৬২৮ কেজি এবং ২০১৫ সালে ৭৮৪ দশমিক ১৭ কেজি স্বর্ণ আটক করা হয়েছে।'   তিনি জানান, বিমানবন্দর, কাস্টম হাউস বা কাস্টমস স্টেশনে সংশ্লিষ্ট সকল প্রতিনিধির উপস্থিতিতে আটককৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা গণনা করে পুলিশ প্রহরায় বাংলাদেশ ব্যাংকে জমা করা হয়। আবুল মাল আব্দুল মুহিত বলেন, '‘স্বর্ণ ও মুদ্রা চোরাচালান রোধে জাতীয় রাজস্ব বোর্ড, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরসহ সকল কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক তদারকি বৃদ্ধি, গোপন সংবাদের মাধ্যমে মুদ্রা ও স্বর্ণ চোরাচালান রোধে আকস্মিক অভিযান পরিচালনা, দেশি-বিদেশি কাস্টমস কর্তৃপক্ষ ও গোয়েন্দা সংস্থার সাথে তথ্য আদান-প্রদানের মাধ্যমে চোরাচালান প্রতিরোধে কার্যক্রম চলমান রয়েছে।'’

No comments

Powered by Blogger.