প্রসিকিউটর মোহাম্মদ আলীকে প্রত্যাহার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ আলীকে ট্রাইব্যুনালের সব কার্যক্রম থেকে সাময়িক প্রত্যাহারের আদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে মোহাম্মদ আলীকে প্রত্যাহারের আদেশ দেয়া হয়। আদেশে বলা হয়, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর কর্তৃক এক অফিস আদেশে প্রসিকিউটর মোহাম্মদ আলীকে আলবদর শামসুল হক গং ও হোসেন তরফদার এবং অন্যান্য মামলার কার্যক্রম থেকে প্রত্যাহার করা হলো।” আদেশে আরো বলা হয়, “ পুনর্নির্দেশ না দেয়া পর্যন্ত তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারাধীন কোনো মামলা পরিচালনার কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দেয়া হলো। এ আদেশ জনস্বার্থে দেয়া হলো।” এর আগেও প্রসিকিউটর মোহাম্মদ আলীর বিরুদ্ধে সাভারে জমিদখলসহ বিভিন্ন অভিযোগ উঠেছিল।

No comments

Powered by Blogger.