‘আরো কয়েকটি মেয়াদে শেখ হাসিনাকে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, “প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে- এটি এখন সারা বিশ্বেই স্বীকৃত।” বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় একথা বলেন তিনি।   সৈয়দ আশরাফ বলেন, “সারা বিশ্বই বলছে- জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য, নারী অধিকার সব ক্ষেত্রেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।”   এই উন্নতির ধারা বজায় রাখতে হলে শেখ হাসিনাকে আরো সময় দিতে হবে- এমন মন্তব্য করে তিনি বলেন, “তাকে আরো সময় দিতে হবে। শুধু একটি নয়, আরো কয়েকটি মেয়াদে শেখ হাসিনাকে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। শেখ হাসিনার জন্য নয়, বাংলাদেশের জনগণের জন্যই এটি প্রয়োজন।”   এর আগে দুপুর ১২টার পর থেকে নেতাকর্মীরা দলে দলে জনসভাস্থলে আসতে শুরু করেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পাশ ঘেষে তৈরি মঞ্চটি দক্ষিণমুখী।   নেতাকর্মীদের প্রবেশের জন্য টিএসসি সংলগ্ন গেট, রমনা কালিমন্দির সংলগ্ন গেট ও ভিআইপিদের জন্য শিখা অনির্বাণ সংলগ্ন গেটটি উন্মুক্ত রাখা হয়েছে।   ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে মিছিল সহকারে দলে দলে জনসভায় যোগ দিচ্ছেন দলীয় নেতাকর্মীরা।   এদিকে জনসভাকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে এবং এর আশপাশ এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সমাবেশ উপলক্ষে ইতিমধ্যে ঢাকা ও আশপাশের এলাকা থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগের হাজারো নেতাকর্মী হাজির হয়েছেন। পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফেরেন। এই দিনটির স্মরণে রোববার আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে। ওই দিন ইজতেমার আখেরি মোনাজাত থাকায় আজ সোমবার জনসভা করছে আওয়ামী লীগ।

No comments

Powered by Blogger.