স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র চলতে পারে না: গওহর রিজভী

স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র চলতে পারেনা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। তিনি বলেন, আমি কোন গণমাধ্যম নিয়ন্ত্রণে বিশ্বাস করি না। কারণ কোথায় কোন জমি দখল হচ্ছে, কোথায় কি সমস্যা হচ্ছে এটা গণমাধ্যম প্রকাশ না করলে আমরা এতটা জানতে পারতাম না। শনিবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যালয়ে এক আলোচনাসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে ‘গণমাধ্যম ও সুশাসন’ শীর্ষক আলোচনা ও অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০১৫ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। গওহর রিজভী বলেন, গত দশ বছরে  অনুসন্ধানী রিপোর্টিংয়ের অসাধারণ মান বেড়েছে। অনেক অনুসন্ধানী রিপোর্ট হওয়ার কারণে দুর্নীতি কমাতে পেরেছে সরকার। যে রিপোর্ট না হলে হয়তো ক্ষমতাশীন দলের লোকেরা সংশ্লিষ্ট দুর্নীতি করতে পারতো। অনুষ্ঠানে টিআইবির পক্ষ থেকে তিনটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অনুসন্ধানী সাংবাদিকতায় পুরষ্কার দেওয়া হয়। এর মধ্যে প্রথম আলোর বিশেষ প্রতিবেদক রেজিনা ইসলামকে পুরষ্কার দেওয়া হয় বিদেশি বন্ধু ও সংগঠনকে মুক্তিযুদ্ধের সম্মাননা ক্রেস্টের স্বর্ণের ১২ আনাই মিছে শীর্ষক প্রতিবেদনের জন্য। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতি শীর্ষক প্রতিবেদনের জন্য পুরষ্কার পান চ্যানেল ২৪ এর প্রতিবেদক জিএম মুস্তাফিজুর রহমান ও ক্যামেরা পারসন জাহাঙ্গীর আলম রতন। ১০ দিনে বিবিএ পাশ শীর্ষক প্রতিবেদনের জন্য পুরষ্কার দেওয়া হয় যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন সেল এর সম্পাদক মিজান মালিক এবং নিজস্ব প্রতিবেদক সাজ্জাদ পারভেজকে। একই সঙ্গে সংশ্লিষ্ট টেলিভিশনের ক্যামেরা পারসন কাজী মো. ইসমাইল হোসেনকেও পুরষ্কার দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য ড. আকবর আলি খান, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান প্রমুখ।

No comments

Powered by Blogger.