নিজেদের ‘সেক্স লাইফ’ নিয়ে চিন্তায় মগ্ন থাকেন সিক্রেট সার্ভিস এজেন্টরা

মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিস এজেন্টরা মগ্ন থাকেন নিজেদের ‘সেক্স লাইফ’ নিয়ে ভাবনায়। কংগ্রেসের এক রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে। এ খবর দিয়েছে নিউ ইয়র্ক পোস্ট। এমন এজেন্টদের মধ্যে একটি উদাহরণ দিয়ে বলা হয়, নিউ ইয়র্ক ফিল্ড অফিসে কাজ করতেন এক স্পেশাল এজেন্ট। ২০১৩ সালে এক নারীর প্রেমে পড়েছিলেন তিনি। নিজের সরকারী সুবিধা কাজে লাগিয়ে তার সম্পর্কে সংবেদনশীল তথ্য সংগ্রহ করেন ওই এজেন্ট। তার কাছে যাওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে এজেন্টকে প্রত্যাখ্যান করেন ওই নারী। পরে ওই এজেন্ট তাকে খুজে বের করে ক্যালিফোর্নিয়াতে তার বাড়িতে গিয়ে হাজিয় হয়। উদ্দেশ্য ছিল আবারও প্রস্তাব দেয়। অগত্যা স্থানীয় পুলিশ ডাকতে বাধ্য হন ওই নারী। মার্কিন কংগ্রেসের হাউজ ওভারসাইট কমিটির ওই রিপোর্টে বিগত ১০ বছরের ১৪৩ টি ঘটনার উল্লেখ করা হয়েছে যেখানে অনাহুত ব্যক্তিরা নিরাপত্তা বেষ্টনির ভেতরে প্রবেশ করতে পেরেছে। এর মধ্যে রয়েছে সাম্প্রতিক হোয়াইট হাউজের বেস্টনির ওপর দিয়ে লাফিয়ে প্রবেশ করার ঘটনা। এছাড়া প্রেসিডেন্টের কাছে অনাকাঙ্খিত ব্যক্তিদের পৌছে যাওয়ার ঘটনাও ঘটেছে। রিপোর্টে সিক্রেট সার্ভিস এজেন্সিকে ‘সঙ্কটে থাকা একটি এজেন্সি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

No comments

Powered by Blogger.