দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে অর্ধেক ইয়েমেন: জাতিসংঘ

ইয়েমেনে খাদ্য সরবরাহ দ্রুতই কমে যাচ্ছে। ফলে দেশটি দুর্ভিক্ষের মুখে পড়ার ঝুঁকিতে রয়েছে। জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড ফুট প্রোগ্রাম (ডব্লিউএফপি) শুক্রবার এ সতর্কবার্তা দিয়েছে। এ খবর দিয়েছে আল-জাজিরা। ডব্লিউএফপি জানিয়েছে, ইয়েমেনের ২২টি গভর্নরেটের ১০টিতে খাদ্য সঙ্কট চরমে গিয়ে ঠেকেছে। এসব স্থানে খাদ্য নিরাপত্তা জরুরি পর্যায়ে রয়েছে যা দুর্ভিক্ষ থেকে এক ধাপ ধরে। সংস্থাটির উপ আঞ্চলিক পরিচালক ম্যাথিউ হোলিংওয়ার্থ বলেন, স্পষ্টতই কাজ করার জন্য বিশ্বের অন্যতম প্রতিকূল স্থান এখন ইয়েমেন। এখানে দেশজুড়ে ব্যপক নিরাপত্তা উদ্বেগ, দ্বন্দ্ব-সংঘাত আর সহিংসতার ঝুঁকি রয়েছে। তিনি আরও বলেন, আমরা এখানে উল্লেখযোগ্য কাজ করতে সক্ষম হয়েছি। প্রতি মাসে আরও মানুষের কাছে আমরা সাহায্য পৌছে দিতে পারছি। কিন্তু স্পষ্টতই দেশের অর্ধেক অঞ্চল দুর্ভিক্ষ তকে মাত্র এক ধাপ দুরে। আমাদের পেছনে এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি অবস্থান নেয়া প্রয়োজন। আমাদের সহায়তা করা প্রয়োজন। বিশেষ করে সামনের কয়েকটি মাস জরুরি সহায়তা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। জাতিসংঘের ‘২০১৬ হিউম্যানিটারিয়ান নিডস ওভারভিউ’ অনুযায়ী, ইয়েমেনের ২ কোটি ৩০ লাখ জনসংখ্যার মধ্যে ১ কোটি ৪৪ লাখ মানুষেরই খাদ্য নিরাপত্তা নেই। সুস্থ জীবন যাপনের জন্য পর্যাপ্ত খাবারের সংস্থান করতেই তাদের বেগ পেতে হয়। এর মধ্যে ৭৬ লাখ মানুষের জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন। ডব্লিউএফপি’র মধ্যপ্রাচ্য এলাকার মুখপাত্র আবির ইতেফা বলেন, আর বেশি ঢাক্কা সামলানোর মতো অবস্থা ইয়েমেনের নেই। অবস্থা খুবই গুরুতর। বিদ্যমান সঙ্গিন অবস্থা যেন আরও অবনতির দিকে না যায় যে জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

No comments

Powered by Blogger.