ঢাকা আসছেন শ্যানন-দেশাই

মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চপর্যায়ের কর্মকর্তা কাউন্সিলর থমাস এ শ্যানন আগামী সপ্তাহে ঢাকায় আসছেন। তার সঙ্গে আসতে পারেন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী নিশা দেশাই বিসওয়ালও। দু’দিনের সফরে আগামী ১২ই ডিসেম্বর তারা ঢাকায় পৌঁছাবেন বলে একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে । তবে ঢাকা কিংবা ওয়াশিংটন কোন পক্ষই সফরের বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। ঢাকার এক কর্মকর্তা জানান, নতুন বছরের শুরুর দিকে রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি হিসেবে পদোন্নতি পেতে যাচ্ছেন শ্যানন। তিনি ওয়েন্ডি শারম্যানের স্থলাভিষিক্ত হবেন। তার পদোন্নতির প্রক্রিয়া প্রায় সম্পন্ন। রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৃতীয় গুরুত্বপূর্ণ পদ। বাংলাদেশ ও বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে শ্যানন ও নিশা দেশাইয়ের ঢাকা সফরকে তাৎপর্যপূর্ণ বলে বিবেচনা করছেন সেগুনবাগিচার কর্মকর্তারা। এক কর্মকর্তা জানান, শ্যাননের সফরটি প্রথম হওয়ায় এটাকে পরিচিতমূলক বা শুভেচ্ছা সফরের মর্যাদা দিতে চায় ঢাকা। সেভাবেই সফরে কর্মসূচি ঠিক করা হচ্ছে। সফরকালে পররাষ্ট্র সচিব এম. শহিদুল হকের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হবে। এছাড়া সরকার প্রধান থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে তার সাক্ষাৎ হতে পারে।

No comments

Powered by Blogger.