‘আইএসের সঙ্গে তুরস্কের তেল বাণিজ্যের প্রমাণ আছে ইরানের কাছে’

আইএসের কাছ থেকে তুরস্কের তেল কেনার প্রমাণ রয়েছে ইরানের কাছে। আর সেই প্রমাণ উপস্থাপন করতে তারা প্রস্তুত। এমনটাই বলেছেন, ইরানের এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সেক্রেটারি মহসিন রেজাঈ। এ খবর দিয়েছে ইরানের মেহের সংবাদ সংস্থা। মহসিন রেজাঈ বলেছেন, আইএস সদস্যরা যেসব রুট ব্যবহার করে তেলের খনি থেকে তেল পাচার করে প্রধান ক্রেতা তুরস্কের কাছে বিক্রি করে সেগুলোর ভিডিও ও ছবি আছে সিরিয়ায় অবস্থানরত ইরানের সামরিক উপদেষ্টাদের কাছে। আইএস তুরস্কের কাছে তেল বিক্রি করে থাকে এমন অভিযোগ তুর্কী কর্মকর্তা বার বার কেন প্রত্যাখ্যান করে আসছেন সে প্রশ্নের উত্তরে রেজাঈ বলেছেন, আঙ্কারা আইএসের কাছ থেকে তেল কিনছে- এটা যদি তুরস্ক সরকার অবগত না থাকে তাহলে আমরা প্রয়োজনীয় সকল তথ্যপ্রমাণ তাদের দেখাতে প্রস্তুত। উল্লেখ্য, ২৪শে নভেম্বর সিরীয় সীমান্তে রাশিয়ান যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে তুর্কী সেনাবাহিনী। এরপর বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়, তুরস্ক আইএসের কাছ থেকে তেল কিনছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও একই অভিযোগ করেন। এর জবাবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছিলেন, এটা সত্যি হলে তিনি পদত্যাগ করবেন।

No comments

Powered by Blogger.