মায়েরা খোলামেলা পোশাক পরলে সন্তান বহিষ্কার!

লন্ডনের একটি ইহুদি স্কুলে মায়েরা খোলামেলা পোশাক পরলে সন্তানদের বহিষ্কারের হুমকি দেয়া হয়েছে। উত্তর লন্ডনে অর্থডক্স ইহুদিদের ইয়েসদি হাতোরাহ মাধ্যমিক স্কুল কর্তৃপক্ষ সন্তানকে ভর্তির আগে এ সংক্রান্ত একটি কাগজে অভিভাবকদের বাধ্যতামূলক স্বাক্ষর নিয়েছে বলে ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্ট জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক জানিয়েছেন, স্কুলটিতে চার থেকে ১১ বছর বয়সী শিশুদের ভর্তি নেয়া শুরু হয়। ভর্তি আবেদনের সঙ্গে অভিভাবকদের কাছে আরেকটি আবেদপত্র সংযুক্ত করে পাঠানো হয়েছে। এতে সন্তানদের স্কুল থেকে আনা-নেয়ার সময় মায়েরা কোন ধরনের পোশাক পরতে পারবেন এবং কোনগুলো পরতে পারবেন না,
সে সংক্রান্ত বিবরণ দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, মায়েরা যেসব ব্লাউজ, সুয়েটার অথবা অন্য জামা পরবেন সেগুলো অবশ্য গলার কাছাকাছি পর্যন্ত ঢেকে রাখে এমন হতে হবে। কাঁধ, মেরুদণ্ড ও দেহের নিুাংশ অবশ্যই ঢেকে রাখতে হবে। সন্তানদের পোশাকের ক্ষেত্রেও একই ধরনের বিধি-নিষেধ জারি করেছে স্কুল কর্তৃপক্ষ। ওই আবেদন অভিভাবকদের বাধ্যতামূলকভাবে স্বাক্ষর দিতে বলা হয়েছে। যদি কোনো অভিভাবক এই পোশাকবিধি অমান্য করেন, তাহলে তার সন্তানকে ওই স্কুল থেকে বহিষ্কার করা হবে বলেও সতর্ক করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই অভিভাবক বলেন, ‘তারা স্কুলের বাইরে সন্তানদের নিতে আসা লোকজনের আচরণ নিয়ন্ত্রণ করছে। যদি কোনো মাকে রাস্তায় খোলা চুলে হাঁটতে দেখা যায়, তাহলে সে ও তার সন্তান একদিনও টিকতে পারবে না।’ তবে স্কুল কর্তৃপক্ষ এ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে। স্কুলটির মুখপাত্র জানিয়েছেন, যদিও তাদের স্কুলে কঠোর পোশাকবিধি রয়েছে, তারপরও এ বিধি অমান্য করলে কাউকে বহিষ্কার করা হবে- এ ধরনের কোনো কিছু কখনোই বলা হয়নি।

No comments

Powered by Blogger.