ক্রিমিয়ার মদ ছোঁয়ায় পুতিন বার্লুসকোনির বিরুদ্ধে মামলা

ক্রিমিয়ার ২৪০ বছরের পুরনো মদের বোতল খোলায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন ও ইতালির সাবেক প্রধানমন্ত্রী ধনকুবের সিলভিও বার্লুসিকোনির বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। গত সপ্তাহে ক্রিমিয়া সফরে গিয়ে সেখানকার সরকারি ঐতিহ্যের অংশ হিসেবে সংরক্ষিত ম্যাসান্দ্রা মদের বোতল খোলেন তারা। ২০১৪ সালে ক্রিমিয়া রাশিয়ার অধিভুক্ত হওয়ার আগে ম্যাসান্দ্রা ইউক্রেন সরকারের সম্পত্তি ছিল।
বিবিসি জানায়, ম্যাসান্দ্রার রুশপন্থী পরিচালক ইয়েলিনা পাভলেনকো তার অতিথিদ্বয়ের জন্য ‘১৭৭৫ জেরেজ দেলা ফ্রন্টেরা’ নামের মদের বোতল খুলে স্বাদ আস্বাদন করতে দেন। পরিচালকের বিরুদ্ধে আÍসাতের অভিযোগ আনবে কিয়েভ। ইউক্রেনের সরকারি কৌশলীর মুখপাত্র নাজার খোলোদনিতস্কি বলছেন, ওই মদের বোতলের দাম কমপক্ষে ৯০ হাজার ডলার। এই মদ কেবল ম্যাসেন্দ্রা কিংবা ক্রিমিয়ার সম্পত্তি নয়, ইউক্রেনের সমগ্র জনগণের ঐতিহ্যগত সম্পদ। সম্প্রতি রুশ টেলিভিশনের এক ভিডিও ফুটেজে দেখা যায়, ক্রিমিয়া সফরে গিয়ে পুতিন-বার্লুসকোনি ম্যাসেন্দ্রা বোতল হাতে নিয়েছেন। বার্লুসকোনি বলছেন, ‘এটা কি পান করা সম্ভব?’ ম্যাসেন্দ্রার পরিচালক বলছেন ‘হ্যাঁ’। বিশ্লেষকরা বলছেন, ক্রিমিয়া এখন সম্পূর্ণ রাশিয়ার নিয়ন্ত্রণে থাকায় ইউক্রেনের এ কাজে কোনো লাভ হবে না।

No comments

Powered by Blogger.