তার কথা কইতেও দেরি নাই ক্ষমা চাইতেও দেরি নাই : অর্থমন্ত্রীর উদ্দেশে সুরঞ্জিত

টিউশন ফির ওপর আরোপিত ভ্যাট এবং শিক্ষকদের নিয়ে অর্থমন্ত্রীর অবস্থানের সমালোচনা করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘তিনি মুরুব্বি মানুষ। কী কয় না কয় ঠিক নাই। তার কথা কইতেও দেরি নাই, আবার ক্ষমা চাইতেও দেরি নাই।’
আজ সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অর্পিত সম্পত্তি আইন নিয়ে এক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, খুশি কবীর, বাংলাদেশের সামজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, সাংবাদিক অজয় দাস গুপ্ত প্রমুখ।
অর্পিত সম্পত্তি আইন সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘১৯৫০ সাল থেকে হিন্দুদের নিঃস্বকরণ প্রক্রিয়া শুরু হয়। পাকিস্তান শত্রু সম্পত্তি আইন করে তাদের জায়গা ফেরত দেয়নি। বাংলাদেশ হওয়ার ৪৪ বছরেও এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়া হয়নি।’
তিনি আরো বলেন, ‘সংখ্যালঘুদের নিঃস্বকরণ প্রক্রিয়ায় এ দেশে ৩৭ শতাংশ থেকে এখন ৯ শতাংশে নেমে এসেছে। এই ৯ শতাংশকে ধরে রাখাই এখন চ্যালেঞ্জ। এখনই যথাযথ ব্যবস্থা না নিলে এক সময় শূন্যতে নেমে আসবে। আগেই সাধু সাবধান। যদি এমনটা হয় তাহলে এ দেশ হবে আফগানিস্তানের মতো এবং আমরা বৈচিত্র্যময় গণতন্ত্রকে হারাবো।’
‘ভূমিতে যে কোনো কাজের জন্য টাকা চায়’ আলোচকদের এমন প্রশ্নের জবাবে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আমাকে একটা জায়গা দেখান যেখানে টাকা চায় না। টাকা চায় না কে?

No comments

Powered by Blogger.