ভারতের রাজনীতি পাল্টে দেয়ার হুমকি প্যাটেলের

‘ভারতের রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থার কৌশলযন্ত্র পাল্টে দেব। আমি এখানে রাজনীতি করতে আসেনি। দেশের রাজনীতির চেহারা পাল্টে দেয়ার দূরযন্ত্র আমার হাতে। তা দিয়ে রাজনীতির কূটচক্র নির্লিপ্ত থেকেই দূর থেকে রিমোট চেপে দেশে পরিবর্তন আনব আমি’, বৃহস্পতিবার দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে দেশের বাঘা বাঘা রাজনীতিকদের বুড়ো আঙুল দেখিয়ে এসব কথা বলেন প্যাটেল সম্প্রদায়ের কোটা সুবিধা পক্ষে আন্দোলনের অগ্রপথিক হারদিক প্যাটেল (২২)। খবর দ্য হিন্দুর। হিন্দুকে দেয়া সাক্ষাৎকারের আগে আহমেদাবাদের ভোপালে নিজ অফিসের কাছে এক জ্বালাময়ী বক্তৃতা দেন হারদিক। তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘দেশকে কোটামুক্ত করুন নয়তো সবাইকে কোটাভুক্ত করুন।’
কোনো বিশেষ বর্ণ বা গোত্রের জন্য নির্ধারিত কোটা বাকি জনসমষ্টির বোঝাস্বরূপ। তিনি বলেন, ‘চাকরির পরীক্ষায় প্যাটেল সম্প্রদায়ের মানুষ ৮০-৯০ ভাগ নম্বর পেয়েও চাকরির দরজায় কড়া নারতে ব্যর্থ হয়। অথচ সামান্য পাস মার্ক পেয়ে সবজান্তা শমসের সেজে সরকারি অফিসের গদিতে বসে চোখ পাকড়ায় মেধাহীন গণ্ডমূর্খরা।’ এত বড় বৈষম্য কোনোভাবেই মেনে নেয়া হবে না বলে তিনি জোর হুশিয়ারি দিয়েছেন। এ অনাচার অচিরেই দূর না করলে রাজনীতির পট পাল্টে দেয়ার হুমকি দিয়ে তিনি বলেন, ‘৭০ লাখ প্যাটেল আমার দলে। নির্দেশ দিলে গুজরাটের নগদ অর্থের বড় একটি অংশের মালিক প্যাটেলরা ব্যাংকের সব টাকা তুলে নেবে। বন্ধ করে দিবে দুধ ও সবজি সরবরাহ। এছাড়া ১২ সদস্যের সামাজিক গণমাধ্যম টিম গঠন করেছেন হারদিক। যারা মুহূর্তের মধ্যে লাখ লাখ ক্ষুদে বার্তা ছড়িয়ে দেন টুইটার, হটসঅ্যাপ এবং ফেসবুকে। যার মাধ্যমে শক্তিশালী আন্দোলনের ঝড় তুলে যে কোনো সময় টালমাটাল করে দিতে পারে প্রদেশ সরকারকে। তিনি বলেন, ‘যারা আমাদের জন্য কথা বলে তারাই আমাদের শাসন করবে।’ মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেলের ব্যাপারে বলেন, ‘তিনি হলেন ক্ষমতার আসনে বসা এক তাঁবেদারি কাঠের পুতুল। নিজের কোনো ক্ষমতা নেই। ক্ষমতার কলকাঠি অন্যদের হাতে। তাই বলছি, যত দ্রুত সম্ভব সমস্যার সমধানে এগিয়ে আসুন, নয়তো পরিমাণ হবে ভয়াবহ।’

No comments

Powered by Blogger.