নিলামে হিটলারের ১৪ চিত্রকর্ম

প্রায় ১০০ বছর আগে অ্যাডলফ হিটলারের আঁকা কয়েকটি জলরং চিত্রকর্ম চলতি মাসেই নিলামে তুলছে দক্ষিণ জার্মানির একটি নিলাম হাউস। মঙ্গলবার নুরেমবার্গের ওয়েডলার নিলাম হাউস জানায়, এসব চিত্রকর্ম ১৯০৪ থেকে ১৯২২ সালের মধ্যে আঁকা হয়েছিল এবং তাতে হিটলারের স্বাক্ষর রয়েছে। নিলামে মোট ১৪টি চিত্রকর্ম স্থান পাবে। আগামী ১৮ থেকে ২২ জুন নিলাম অনুষ্ঠিত হতে পারে। প্রতিটি চিত্রকর্ম ১ হাজার ১২৮ ডলার থেকে ৫০ হাজার ৭০০ ডলারে বিক্রি হতে পারে।
একই নিলাম হাউসে হিটলারের তরুণ বয়সে ১৯১৪ সালে আঁকা একটি চিত্রকর্ম গত নভেম্বরে মিউনিখে ১ লাখ ৩০ হাজার ইউরোতে (১ কোটি ১৩ লাখ টাকায়) বিক্রি হয়। তবে ক্রেতা তার নাম প্রকাশ করতে চাননি। তরুণ বয়সে আঁকাআঁকিতে জড়িত ছিলেন হিটলার। তিনি ভিয়েনা একাডেমি অব আর্টসে ভর্তির আবেদন করেছিলেন তবে তা প্রত্যাখ্যাত হয়। তা সত্ত্বেও আঁকাআঁকি চালিয়ে যান যুদ্ধবাজ নেতা। তিনি চিত্রকর্ম এঁকে পর্যটকদের কাছে বিক্রি করতেন। বোদ্ধাদের মতে, হিটলারের চিত্রকর্মগুলো মাঝারি মানের।

No comments

Powered by Blogger.