বাম কিডনি থেকে ৪২০টি পাথর অপসারণ

চীনে এক রোগীর কিডনি থেকে ৪২০টি পাথর অপসারণ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ডংইয়াং সিটি পিপল’স হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, গত মে মাসে হো নামে ৫৫ বছর বয়সী এক রোগী তাদের কাছে গিয়ে তীব্র পেটব্যথার কথা বলেন। তার বাম কিডনিতে সিটি স্ক্যানে ৪২০টি পাথর ধরা পড়ে। পাথর শনাক্তের পর দ্রুত হোর কিডনিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এ খবর দিয়েছে অনলাইন ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই)। চিকিৎসক ওয়েই ইয়ুবিন কুইয়ানজিয়াং ইভনিং পোস্ট সংবাদপত্রকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, তোফু নামে এক ধরনের খাবারের প্রতি তার বিশেষ দুর্বলতা এবং একই সঙ্গে কম পানি পানের সমস্যাও রয়েছে। সয়া জাতীয় খাদ্যপণ্য, বিশেষ করে জিপসাম তোফুতে বেশ উচ্চমাত্রায় ক্যালসিয়াম রয়েছে, যা বর্জ্য হিসেবে শরীর থেকে বের হতে পারে না। বর্জ্যগুলো জমতে জমতে এক পর্যায়ে সেগুলো পাথরে পরিণত হয়। অর্থাৎ, ভুল খাদ্যাভ্যাসের কারণেই এ পরিণতি। চিকিৎসকরা বলছেন, হোয়ের কিডনি থেকে ২০ বছর আগেও একবার পাথর অপসারণ করা হয়েছিল। সেবার তার কিডনিতে ১০টি পাথর পাওয়া গিয়েছিল। চিকিৎসকদের শরণাপন্ন হওয়ার ক্ষেত্রে আরও দেরি করলে, কিডনিটিই হয়তো হারিয়ে বসতেন হো। তবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে এর চেয়েও ভয়াবহ তথ্য আছে। ভারতে ২০০৯ সালে এক রোগীর বাম কিডনি থেকে ১ লাখ ৭২ হাজার ১৫৫টি পাথর অপসারণ করা হয়েছিল।

No comments

Powered by Blogger.