যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন দৌড়ে এবার এক ভারতীয়!

৪৪ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত ববি জিন্দাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন। বুধবার রাতে এক টুইট বার্তায় এমন ঘোষণা দেন তিনি। জিন্দাল প্রথম ভারতীয় মার্কিন যিনি দেশটির প্রেসিডেন্ট হওয়ার দাবিদার হলেন। বৃহস্পতিবার নিউ অর্লিয়ান্সের শহরতলি কেনারে সরকারিভাবে এ ঘোষণা দেয়ার কথা রয়েছে। খবর এএফপির লুইসিয়ানার গভর্নর জিন্দাল যে এমন পদক্ষেপ নেবেন, সে ব্যাপারে তার সহযোগীরা নিশ্চিত ছিলেন।
যেসব প্রদেশে আগে প্রাথমিক নির্বাচন বা ‘প্রাইমারি ’ হবে সেখানে জিন্দাল গত বছরই ঘুরে এসেছিলেন। নির্বাচনি জরিপের কাজে তিনি লুইসিয়ানার বাইরে কাটিয়েছেন দীর্ঘ সময়। প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী মনোনয়ন পর্বের শেষ ধাপ পর্যন্ত জিন্দাল যেতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহের অবকাশ আছে। কারণ এ দৌড়ে আগে আছেন আরও ১২ প্রার্থী। এদের মধ্যে রয়েছেন ফ্লোরিডার সাবেক গভর্নর এবং সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ভাই জেব বুশ এবং বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা এইচপি’র সাবেক সিইও কার্লি ফিওরিনা।

No comments

Powered by Blogger.