সারনায়েভের শাস্তি নাও হতে পারে

জোখার সারনায়েভকে মৃত্যুদণ্ড দেয়া হলেও শেষ পর্যন্ত তা কার্যকর করা হবে কিনা এ নিয়ে সংশয় রয়েছে। দীর্ঘ আপিল প্রক্রিয়া, মৃত্যুদণ্ড কার্যকরে কেন্দ্রীয় বিধিনিষেধ ও সর্বোচ্চ শাস্তি কার্যকরে মার্কিনদের সমর্থন হ্রাস- এসব কারণেই বিশেষজ্ঞরা বলছেন সারনায়েভের শাস্তি নাও হতে পারে। প্রতীকী বিচারের মাধ্যমে এর সমাপ্তি ঘটতে পারে।
ফর্ডহাম বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক দেবোরাহ দেন্নো বলেন, একেকটি বছর যাবে আর সারনায়েভের মৃত্যুদণ্ড কার্যকরের সম্ভাবনা কমে যাবে। তিনি বলেন, অপর্যাপ্ত লিগ্যাল কাউন্সিলের মতো যেসব বিষয় নিয়ে সমালোচনা করা যায় তার সবই সারনায়েভের মামলায় রয়েছে। এদিকে ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাপক বিতর্ক রয়েছে। ২০১৪ সালের এপ্রিলে ওকলাহোমায় মৃত্যুদণ্ডের পর এ নিয়ে আলোচনা আসে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে রিভিউ করার নির্দেশ দিয়েছেন। সেখানে ঠিকভাবে মৃত্যুদণ্ড দেয়া হচ্ছে কিনা সে বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে।

No comments

Powered by Blogger.