বেশি গণতন্ত্রে আমরা বিশ্বাস করি না: নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, কিন্তু বেশি গণতন্ত্রে বিশ্বাস করি না। তিনি আরও বলেছেন, মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ ও সিঙ্গাপুরের লি কুয়াং যে গণতন্ত্রের মাধ্যমে তাদের দেশকে গড়ে তুলেছেন সেই পথে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই। শনিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এ আলোচনা সভায় একথা বলেন তিনি। ১৭ই মে শেখ হাসিনার ‘স্বদেশ প্রত্যাবর্তন’ দিবস উপলক্ষে এ আলোচনা সবার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ। নাসিম বলেন, আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, বেশি গণতন্ত্রে বিশ্বাস করি না। সেই গণতন্ত্রে আমাদের বিশ্বাস নাই। তিনি বলেন, যে গণতন্ত্র পেট্রল দিয়ে মানুষ পুড়িয়ে মারে, যে গণতন্ত্র বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় প্রশ্রয় দেয় সেই গণতন্ত্রে আমরা বিশ্বাস করি না। নাসিম বলেন, মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ যে গণতান্ত্রিক পথে মালয়েশিয়াকে গড়ে তুলেছেন,  সিঙ্গাপুরের লি কুয়াং যে গণতান্ত্রিক পথে সিঙ্গাপুরকে গড়ে তুলেছেন, সেই গণতান্ত্রিক পথে শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে গড়ে তুলবো। সেই পথে আমরা এগিয়ে যাবো। তিনি বলেন, আমরা অবশ্যই বাকস্বাধীনতায় বিশ্বাস করি, মানুষের ভোট ও ভাতের অধিকারে বিশ্বাস করি। আমাদের টার্গেট একটাই ২০১৯ সালের নির্বাচনে জনগণের রায় নেয়া। বিএনপি নেত্রী খালেদা জিয়ার সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, বেগম জিয়াকে আমরা আবার পরাজিত করেছি। আমরা ঐক্যবদ্ধ ছিলাম বলেই তাকে পরাজিত করতে পেরেছি। বেগম জিয়াকে বলবো আপনি বারবার ভুল করছেন। যে কারণে বিএনপি এখন আন্ডার গ্রাউন্ডের দল হয়ে গেছে। আপনি প্রকাশ্যে আসেন। জনসভায় আমাদের সমালোচনা করেন, আমাদের কোন আপত্তি নেই। কিন্তু পেট্রলবোমা মেরে মানুষ মারবেন গাড়ি জ্বালিয়ে দেবেন আর আমরা বসে বসে লেমন চুষবো তা হতে পারে না। আওয়ামী লীগ রাজনৈতিক দল। কোন রামকৃষ্ণ মিশন নয়। যেভাবে দেশ পরিচালনা করা দরকার সেভাবেই দেশ পরিচালনা করবো। তিনি বলেন, পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, তেমনি নির্বাচন ছাড়া কোন রাজনৈতিক দল টিকতে পারে না। আওয়ামী লীগ নির্বাচনের দল ভোটের দল। দু-একটি বাদে মার্শাল ল’ এর মধ্যেও আমরা নির্বাচন করেছি। নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে সরকারের স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাস্তবতা উপলব্ধি করতে হবে। এই দেশের মানুষ জামায়াতকেও ভোট দিয়েছে। সিটি নির্বাচনে তাদের ৩ জন প্রার্থী জয়লাভ করেছে। তাদের মেয়ররা ৯ লাখ ভোট পেয়েছে। ৯ লাখ ভোট পাওয়া কম কথা নয়। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। যে কাজ করলে দুর্নাম হয় সেই কাজ করা যাবে না। সিটি করপোরেশন নির্বাচনে দলীয় নেতাদের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে দাবি করে মোহাম্মদ নাসিম বলেন, আমরা সবাই নিরলসভাবে সিটি করপোরেশন নির্বাচনে কাজ করেছি। সবাই কাজ করেছি বলেই আমাদের সমর্থিত প্রার্থী জয়লাভ করেছে। কিন্তু এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।

No comments

Powered by Blogger.