ভারতের ১৯ বছর বয়সী মেয়েদের ৪১ শতাংশই বিবাহিত

ভারতের ১৯ বছর বয়সী মেয়েদের ৪১ শতাংশেরই কমপক্ষে একবার বিয়ে হয়েছে! ২০১১ সালের জনসংখ্যার পরিসংখ্যান বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। ভারতে ২০১১ সালে প্রায় ১ কোটি মেয়ের বয়স ছিল ১৯ বছর। এর মধ্যে ৪১ লাখই ছিলেন বিবাহিত, তালাকপ্রাপ্তা কিংবা বিধবা। এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। বিহার, পশ্চিমবঙ্গ, রাজস্থান ও ঝাড়খণ্ড রাজ্যে ১৯ বছর বয়সী মেয়েদের বেশির ভাগেরই অন্তত একবার বিয়ে হয়েছে। এছাড়া, ত্রিপুরা ও মধ্যপ্রদেশে এ হার গড় হারের চেয়ে বেশি। তবে ২০০১ সালের তুলনায় ১৯ বছর বয়সী বিবাহিত মেয়েদের সংখ্যা হ্রাস পেয়েছে। ২০০১ সালের জনসংখ্যার হিসাব মোতাবেক, ১৫ থেকে ১৯ বছর বয়সী মেয়েদের ২৫ শতাংশই ছিল বিবাহিত। ১০ বছর পর এ হার ২০ শতাংশে নেমে এসেছে। এছাড়া, ২০ থেকে ২৪ বছর বয়সী মেয়েদের মধ্যে ৭৭ শতাংশই ২০০১ সালে ছিলেন বিবাহিত। তবে ২০১১ সালে এ হার কমে দাঁড়িয়েছে ৭০ শতাংশে। প্রাপ্ত তথ্যে গ্রাম ও শহরের সপষ্ট তফাৎ উঠে এসেছে। ভারতের প্রত্যন্ত অঞ্চলে ১৯ বছর বয়সী মেয়েদের ৪৭.৩ শতাংশই বিবাহিত। অপরদিকে শহরগুলোতে এ হার মাত্র ২৯.২ শতাংশ। বেশির ভাগ রাজ্যে ২০ বছর বয়সী মেয়েদেরই বিয়ের পিঁড়িতে বসতে দেখা গেছে বেশি। ১৯ বছর বয়সী বিবাহিত মেয়েদের হার সবচেয়ে কম নাগাল্যান্ড রাজ্যে। এছাড়া কেরালা, তামিলনাড়ু, গোয়া সহ দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতেও এ হার কম। একই সঙ্গে উত্তরাঞ্চলীয় জম্মু ও কাশ্মীর, হিমাচল, পাঞ্জাব ও উত্তরখণ্ডেও এ হার কম। এসব রাজ্যের মধ্যে রয়েছে দিল্লিও। এ রাজ্যের মাত্র ১৯.৬ শতাংশ ১৯ বছর বয়সী মেয়ের বিয়ে হয়েছে।

No comments

Powered by Blogger.