বিদেশীরা দ. আফ্রিকা ছাড়

দক্ষিণ আফ্রিকায় অভিবাসীবিরোধী সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার দিনে ও রাতে অভিবাসীদের পক্ষে ও বিপক্ষে বিক্ষোভ হয়েছে। রাতে এই বিক্ষোভ সংঘর্ষে রূপ নেয়। বিক্ষোভকারীরা দোকানপাট, গাড়ি ভাঙচুর করেছে। হাতুড়ি ও কুড়াল হাতে নিয়ে একদল বিক্ষোভকারী স্লোগান দিতে থাকে, ‘বিদেশীরা, দক্ষিণ আফ্রিকা ছাড়।’ পাথর ফেলে, টায়ার জ্বালিয়ে রাস্তা বন্ধ করে দেয় তারা।
যদিও এর আগের দিন বিদেশীদের নিরাপদ আশ্রয়ের দাবি জানিয়ে বিক্ষোভ করে কয়েকটি অধিকার-সংগঠন। দক্ষিণ আফ্রিকার প্রধান বাণিজ্যিক শহর জোহানেসবার্গে এই সংঘর্ষ ভয়াবহ রূপ ধারণ করেছে। অভিবাসীবিরোধী বিক্ষোভকারীরা বিদেশীদের দেশ ছেড়ে যাওয়ার দাবিতে স্লোগান নিয়ে রাস্তায় নেমে আসে। এ সময় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে বেশ কিছু মানুষ আহত হয়েছে। এদিকে বিদেশীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বড় ধরনের বিক্ষোভ হয়েছে জোহানেসবার্গে। প্রতিবাদকারীদের গতিরোধ করে কোথাও কোথাও তাদের ওপর হামলা চালিয়েছে অভিবাসীবিরোধীরা। অভিবাসীবিরোধী বিক্ষোভকারীরা জোহানেসবার্গে বিদেশীদের কয়েকটি দোকান লুট করার পর গুঁড়িয়ে দিয়েছে। এখন বিদেশীরা সেখানে আতংকে দিন কাটাচ্ছে। বিবিসি এক খবরে জানানো হয়েছে, জোহানেসবার্গের বিদেশীরা চরম শংকায় সময় কাটাচ্ছে। কারণ যখন তখন তাদের ওপর হামলার আশংকা করছে তারা।

No comments

Powered by Blogger.